কাজল-শাহরুখ-রানি জুটির হিট ছবি, কুছ কুছ হোতা হ্যায়-এর পেছনে থাকা ৭ তথ্য আপনি জানেন কি

কুছ কুছ হোতা হ্যায় ছবির ২২-এ পা। আজও এভার গ্রীন এই ছবি। কলেজ লাইফ থেকে শুরু করে, বন্ধুত্ব, প্রেম, ভালোলাগা, সব দিক থেকেই এই পরিপূর্ণ ছিল এই ছবি কাণায় কাণায়। আর সকলের প্রিয় ছবির পেছনে লুকিয়ে থাকা আসল সত্যতা কী জানা আছে! 

Jayita Chandra | Published : Oct 17, 2020 1:51 PM IST / Updated: Nov 07 2020, 08:41 AM IST
18
কাজল-শাহরুখ-রানি জুটির হিট ছবি, কুছ কুছ হোতা হ্যায়-এর পেছনে থাকা ৭ তথ্য আপনি জানেন কি

এক কথায় আজও অনবদ্য কুছ কুছ হোতা হ্যায় ছবি। তবে এই পছন্দের ছবির পেছনেই লুকিয়ে আছে একাধিক মজার গল্প। 

28

কুছ কুছ হোতা হ্যায় ছবির টাইটেল গানটি সকলের প্রিয়। কিন্তু কীভাবে এলো এই সুর! খুব মজার ঘটনা, জুগল হনসরাজ বাথরুমে এই সুরটি গুণগুণ করেছিলেন। সেখান থেকেই সৃষ্টি। 

 

38

সানা সিড, ছোট্ট অঞ্জলিকে তো সকলের মনে আছে। সে কান্নার জন্যে চোখে গ্লিসারিন নিতে ছিল নারাজ। তাই তাকে রীতিমত বকাঝরা করে, দুঃখ দিয়ে কাঁদাতেন করণ। 

48

এই ছবি শ্যুটিং-এর সময়, রানি মুখোপাধ্যায়ের বয়স ছিল মাত্র ১৯ বছর। তখনই নজর কেড়েছিলেন এই হট ডিভা তাঁর স্টানিং লুকে। 

58

সুস্মিতা সেন এই ছবি দেখার পর শাহরুখ খানকে জানিয়েছিলেন, যে তিনি অভিনয় প্রফেসনটায় গুরুত্ব দিতে চান ও অভিনয়কে সিরিয়াসলি নিতে চান। 

68

গানের সিক্যুয়েন্স শ্যুট করার সময় কাজল সাইকেল থেকে পড়ে যান। এবং খনিকের জন্য তাঁর স্মৃতি চলে যায়। মনে ছিল শুধু অজয়ের কথা। 

78

টিনাকে ছবিতে মেরে ফেলা হোক, এই বুদ্ধিটা কাজলই দিয়েছিলেন করণ জোহারকে। এবং তাঁর কথায় এটা গল্পে ঢোকানো হয়। 

88

কাজল ও শাহরুখের ক্যাম্পে আবার দেখা হওয়ার দৃশ্যে কেঁদে ফেলেন করণ। 

Share this Photo Gallery
click me!

Latest Videos