Diagnosed with Diabetes- বলিউড স্টার থেকে নেতামন্ত্রী, ডায়াবেটিসে নাজেহাল যে ৯ ব্যক্তিত্ব

ডায়াবেটিস খুব কমন একটি অসুখ, প্রতিটা পরিবারেই কেউ না কেউ এই সমস্যার সঙ্গে লড়াই করে চলেছেন। সেই তালিকা থেকে বাদ পড়েননি সেলেব মহলও। একাধিক তারকা রয়েছেন বা ব্যক্তিত্ব রয়েছেন, যাঁরা প্রতিটা মুহূর্তে লড়াই করে চলেছেন ডায়াবেটিসের সঙ্গে। এই অসুখের ফলে বারেবারে মূত্রত্যাগের সমস্যা, হঠাৎ করে শরীরের ওজন কমে যাওয়া, খিদে বেড়ে যাওয়া এমন কি সেক্সের প্রতি অনিহাও তৈরি হতে পারে। চলুন দেখা যাক এই সমস্যার সঙ্গে মোকাবিলায় সামিল কোন দশ ব্যক্তিত্ব। 

Jayita Chandra | Published : Nov 14, 2021 9:41 AM IST
19
Diagnosed with Diabetes- বলিউড স্টার থেকে নেতামন্ত্রী, ডায়াবেটিসে নাজেহাল যে ৯ ব্যক্তিত্ব

কামাল হাসান- জনপ্রিয় এই অভিনেতা আক্রান্ত ডায়াবেটিসে। টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্ত কামাল হাসান। প্রতিদিন যোগা করা থেকে শুরু করে ডায়েটে নজর দিয়েই সুস্থ রয়েছেন তিনি। 

29

সোনাম কাপুর- স্বাস্থ্য নিয়ে বরাবরই খুব সচেতন সোনাম। কিন্তু মাত্র ১৭ বছর বয়সেই সোনাম আক্রান্ত হয়েছেন ডায়াবেটিসে। টাইপ ১ ডায়য়াবেটিসের রোগী সোনাম এখন কড়া ডায়েটেই রয়েছেন নিয়ন্ত্রণে। 

39

নিক  জোনাস- প্রিয়ঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাসও লড়াই করছেন ডায়াবেটিসের সঙ্গে। মাত্র ১৩ বছর বয়সেই আক্রান্ত। নিত্য ইনসুলিন নিতে হয় তাঁকে। 

49

অরবিন্দ কেজরিওয়াল- দিনে তিন থেকে চারটে ইনসুলিন নিতে হত, কঠিল লড়াই চালিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল ডায়াবেটিসের সঙ্গে। প্রতি ১৫ দিনে একবার তিনি খাওয়া বন্ধ রাখেন। 

59

ফাওয়াদ খান- জনপ্রিয় এই সেলেব্রিটি দেখতে ফিট থেকে ফাইন হলেও ডায়াবেটিস তাঁকে বাগে নিয়েছে মাত্র ১৭ বছর বয়সেই। যার ফলে তাঁকেও থাকতে হয় বেশ সাবধানে। 

69

সুধা চন্দ্রা- টিভির জগতে ও সিনে দুনিয়ায় এক জনপ্রিয় নাম। অনবদ্য অভিনয়ে বারে বারে তিনি নজর কেড়েছেন। তিনিও ডায়াবেটিসের সঙ্গে লড়াই করে চলেছেন প্রতিটা মুহূর্তে। 

79

অনীল কুম্বলে- ভারতের প্রাক্তন ক্রিকেটর। ১৮ বছর থেকেই ভারতের বুকে এই নাম নিজের জায়গা দখল করে নিয়েছে। তিনি টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্ত।

89

নীতিন ঘটকরি- টাইপ ২ ডায়াবেটিসের সঙ্গে লড়াই করছেন নীতিন ঘটকরি। গ্যাসস্টিকের সমস্যার জন্য সার্জারি করাতে বেশ বেগ পেতে হয় তাঁকে, কেবল মাত্র ডায়াবেটিস থাকার কারণে। 

99


অরবিন্দ কেজরিওয়াল- দিনে তিন থেকে চারটে ইনসুলিন নিতে হত, কঠিল লড়াই চালিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল ডায়াবেটিসের সঙ্গে। প্রতি ১৫ দিনে একবার তিনি খাওয়া বন্ধ রাখেন। 

Share this Photo Gallery
click me!

Latest Videos