সুশান্ত সিং রাজপুত যেন এক কথায় করণের নিশানায় ছিলেন প্রথম থেকেই। একের পর এক সাক্ষাৎকারে সুশান্তকে নিয়ে তারকাদের প্রশ্ন করতেন করণ।
28
কখনও প্রশ্নে উঠে আসত হট না নট, কখনও উঠে আসত রোম্যান্সে ঠিক কতটা প্রভাব ফেলতে পারে সুশান্ত সিং রাজপুত।
38
এমনই প্রশ্নের সামনে পড়তে হয়েছিল কৃতি স্যাননকেও। তাঁকে সাফ জিজ্ঞেস করেছিলেন করণ জোহার, কে ভালো সহ অভিনেতা! কার্তিক না সুশান্তের রোম্যান্স ভালো!
48
উত্তরে কৃতি বলেছিলেন সুশান্ত, করণ হেঁসে ব্যঙ্গ করে জানিয়েছিলেন যে রবতা ছবিতে কোনও রোম্যান্স ছিল! তবে সহ অভিনেতা হিসেবে কতটা সুশান্ত কাছের ছিল তার উত্তর মিলছে আজ কৃতির সোশ্যাল মিডিয়ার পাতায়।
58
সুশান্তের মৃত্যুর পরই ভেঙে পড়েছিলেন কৃতি স্যানন। তিনি সাফ জানিয়েছিলেন যে তিনি সারা জীবনের নিজের মনে সুশান্তের স্মৃতি আগলে রাখবেন।
68
কথা বলেছিলেন অবসাদ নিয়েও। চোখের জল তাঁর বাধ মানেনি। মন খুলে কথা বলার কী কেউ ছিল না সুশান্তের, প্রশ্ন তুলেছিলেন তিনি।
78
এবার সুশান্তের মৃত্যুর এক মাসের মাথায় যখন ছন্দে ফিরছে সবকিছু, তখনও আবেগ ধরে রাখতে পারলেন না কৃতি।
88
লিখলেন, চোখে জল নিয়েই শুরু করতে হবে। বাস্তব কঠিন হলেও মেনে নিতে হবে। সুশান্তের মৃত্যুর পর কৃতি প্রকাশ্যেই তুলে ধরেছেন সুশান্ত তাঁর ঠিক কতটা কাছের ছিলেন।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।