মারাঠিদের প্রতি অপমানজনক মন্তব্য কুমার শানুর ছেলে জানের, বিগ বস-এর বিরুদ্ধে দর্শকমহল

Published : Oct 29, 2020, 05:20 PM IST

বিগ বস ১৪ শুরু হতে না হতেই বিতর্কের শেষ নেই। অন্যান্য সিজনের মত এবার সিজন প্রথমদিকে তেমন ঝিমিয়ে যায়নি। বরং প্রথম দিন থেকে টিআরপির দৌড়ে হার মানাচ্ছে জনপ্রিয় ধারাবাহিকগুলিকে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বিতর্ক, লড়াই, রান্নাঘর নিয়ে কথা কাটাকাটি, এমনকি হালকা মারপিটও। এরই মাঝে কুমার শানুর ছেলে জানের জন্য প্রেমটাই হয়ে উঠল সর্বশ্রেষ্ঠ। বিগ বস ১৪-র প্রতিযোগী নিক্কি তম্বোলির প্রেমে পড়েছিলেন আরও এক প্রতিযোগী জান। 

PREV
18
মারাঠিদের প্রতি অপমানজনক মন্তব্য কুমার শানুর ছেলে জানের, বিগ বস-এর বিরুদ্ধে দর্শকমহল

দিনরাত প্রায় তাঁরই ব্যাপারে ভেবে যাচ্ছেন তিনি। রাহুল, নিশান্ত, জান এবং নিক্কি বাড়ির একটি গ্রুপ। তাঁদের মধ্যে বন্ডিংও বেশ স্ট্রং। 

28

তবে এই স্ট্রং বন্ডিংই যে জানের জন্য কখন প্রেমে বদলে গিয়েছে তা তিনি নিজেও বোঝেননি। নিক্কির প্রেমে পড়ছেন জান। 

38

বিগ বস হাউজে সবেমাত্র ঢুকতেই নিক্কির সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে জানের। তবে বন্ধু হিসাবে। তবে এই কথা জান বলেননি। এ কথা, বলছিলেন বাড়ির সিনিয়র সিদ্ধার্থ শুক্লা, গৌহর খান এবং হিনা খান।

48

তবে এই প্রেম এখন বদলেছে তিক্ততায়। সেই তিক্ততায় জেরেই কি এক বেফাঁস মন্তব্য করে ফেলেছেন। 

58

মারাঠি ভাষা নিয়ে অপমানজনক মন্তব্য করে ফেলে ক্ষমা চাইতেও বাধ্য হয়েছেন জান। নিক্কি এবং রাহুলের সঙ্গে কথা বলতে গিয়েই এ কথা বলেছিলেন তিনি। 

68

নিক্কি এবং রাহুল মারাঠি ভাষায় কথা বলার সময়, জান চিৎকার করে বলে ওঠে, 'এই ভাষা কথা বলো না। আমায় অসহ্য লাগে'।

78

এই ক্লিপ প্রকাশ্যে আসতেই বিগ বস-১৪-র বিরুদ্ধে সুর তোলে সাইবারবাসীরা। অনুষ্ঠাটি ব্যান করার রব তুলেছে অনেকেই। 

88

জান ক্ষমা চাইলেও। তাঁর উপর ক্ষেপে রয়েছে মারাঠি দর্শকরা। তারা জানকে আপাতত অনুষ্ঠানটিতে একেবারেই দেখতে প্রস্তুত নয়। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories