সম্প্রতি সোশ্যাল মিডিয়া তাঁকে নাম দিয়েছে ভারতের জামাই। তিনি হলেন প্রিয়ঙ্কা চোপড়ার বর নিক জোনাস। তাহলে ভারতের মেয়ে কেমন আছে সুদূরে, তারই এবার জবাব মিলল ছবিতে ছবিতে। প্রিয়ঙ্কা ও নিকের মধ্যে সম্পর্কের বন্ডিং-সকলেরই চোখে ধরা দেয়। কোভিডে গোটা দেশ যখন লকডাউনে, তখন নতুন বাংলোতে নিকের সঙ্গে প্রিয়ঙ্কা গিয়েছিলেন কোয়ারেন্টাইনে, কেমন দেখছে সেই বাংলো...