মুম্বই বিমানবন্দরের বাইরে হামেশাই দেখা যায় রাখি সাওয়ান্তকে । রাখি সাওয়ান্তকে দেখলেই যেন ঝেকে ধরেন পাপারাৎজিরা। এবারও তেমনটাই হল। রাখিকে দেখে পাপারাৎজিরা এগিয়ে আসতেই রাখি বলেন, তিনি দুই রাত ঘুমাননি, তার জীবন ধ্বংস করে দিয়েছেন মোদীজি। প্রকাশ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে আঙুল তুলে শিরোনামে উঠে এসেছেন ড্রামাকুইন রাখি সাওয়ান্ত।