বলিউড সব থেকে বেশি পারিশ্রমিক ছিল মাধুরীর, ১৯৯৪ সালে ছবি করতে নিয়েছিলেন ২.৭ কোটি

বলিউডে নব্বই দশকের সুপারস্টারদের কড়া টক্কর দিতেন মাধুরী। চলচ্চিত্র জগতে প্রথম পা রেখে ছিলেন ১৯৮৪ সালে, ছবির নাম অবোধ। এই ছবি মুক্তির ছয় বছরের মাথায় মাধুরী দীক্ষিত সব থেকে বেশি পারিশ্রমিক দাবি করেছিলেন বলিউডে। আর শর্ত মেনেই ছবিতে মাধুরীকে নিয়েছিলেন পরিচালক। 

Jayita Chandra | Published : May 14, 2020 11:49 AM IST / Updated: May 14 2020, 05:33 PM IST
18
বলিউড সব থেকে বেশি পারিশ্রমিক ছিল মাধুরীর, ১৯৯৪ সালে ছবি করতে নিয়েছিলেন ২.৭ কোটি

নব্বই দশক পর্দায় ঝড় তুলেছিলেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। অভিনেত্রীর অভিনয় গুণ নজরে এসেছিল সব পরিচালকের। ১৯৮৮ সালে প্রথম তেজাব ছবির মধ্যে দিয়ে নিজেকে প্রতিষ্টিত করেছিলেন মাধুরী। 

28

এর ঠিক দুবছরের মধ্যেই খানেদের সঙ্গে সফর শুরু হয় মাধুরীর।  আমির খানের বিপরীতে অভিনয় করেছিলেন ১৯৯০ সালে, ছবির নাম দিল। 

38

এরপরই সাজন, বেটা, ও খলনায়কের মত ছবিতে অভিনয় করেন মাধুরী দীক্ষিত। তারপরই প্রস্তাব আসে হাম আপকে হ্যায় কউন ছবির।

48

এই ছবিতেই মাধুরীর বিপরীতে অভিনয় করেছিলেন সলমন খান। ছবিতে অভিনয় করার জন্য  মাধুরী দীক্ষিত দাবি করে ছিলেন পারিশ্রমিক বাবদ ২.৭ কোটি টাকা। 

58

সলমন খান মাধুরীর থেকে অনেক কম টাকা পেয়েছিলেন এই ছবি করে। সেই সময় বলিউডে সব থেকে বেশি পারিশ্রমিক ছিল মাধুরীর। 

68

হাম আপকে হ্যায় কউন ছবিটি বলিউড তখন সর্বাধিক ব্যবসা দিয়েছিল। ভারতের বুকে এই ছবি আয় করেছিল ৬৫ কোটি টাকা। 

78

ভারতেও বাইরেও এই ছবি ভালো আয় করেছিল। ১৫ কোটি টাকা লাভের মুখ দেখেছিল মাধুরী-সলমন অভিনীত এই ছবি। 

88

শুধু তাই নয়, ছবিটির জন্য মাধুরী দীক্ষিত তিনটি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন। এরপরই বলিউডে নিজের এক ভিন্ন পরিচিতি তৈরি করেন মাধুরী। প্রথম সারির তারকাদের কড়া টক্কর দিয়ে দর্শকদের নজরে হয়ে উঠেছিলেন জনপ্রিয় অভিনেত্রী। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos