Published : May 03, 2020, 10:56 AM ISTUpdated : May 03, 2020, 12:04 PM IST
সঞ্জু ছবির প্রস্তাব হাতে আসার পরই নিজের নয়া চরিত্রের ওপর নজর দিয়েছিলেন রণবীর কাপুর। সেই ছবির ট্রেলার সামনে আসার আগেই তা পৌঁচ্ছে গিয়েছিল ঋষি কাপুরের কাছে। দেখে হতবাক ঋষি কাপুর। সঙ্গে ছিলেন নীতু কাপুরও। মুহূর্তে রণবীরের উদ্দেশ্যে কী মন্তব্য করেছিলেন ঋষি কাপুর!