'সিবিআই-কে সুশান্তের মৃত্যুর তদন্তভার দেওয়ার কোনও প্রশ্নই নেই', বিস্ফোরক মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে ভারতীয় সিনেমা অপূরণীয় ক্ষতি। একজন প্রতিভাবান অভিনেতাকে হারাল বলিউড। তার সহজ সরল অভিনয় থেকে, মিষ্টি হাসি মনে দাগ কাটেনি এমন মানুষের সংখ্যা প্রায় হাতে গোনা। দেড় মাস পার হলেও একের পর এক বিতর্ক জল্পনাকে আরও জোড়ালো করছে। ইতিমধ্যেই সুশান্তের মৃত্যুর তদন্তভার সিবিআই-কে দেওয়ার জন্য গর্জে উঠেছে গোটা দেশ। তার মধ্যেই বিস্ফোরক মন্তব্য করেছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। যা কোনওভাবেই মেনে নিতে পারেননি সুশান্তের ভক্তরা।

Riya Das | Published : Jul 30, 2020 10:07 AM
110
'সিবিআই-কে সুশান্তের মৃত্যুর তদন্তভার দেওয়ার কোনও প্রশ্নই নেই', বিস্ফোরক মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী

সুশান্তের মৃত্যু নিয়ে মুম্বই পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। কিন্তু দেড়মাস হয়ে গেলেও আসল দোষীরা প্রকাশ্যে আসছে না।

210

এদিকে সুশান্তের মামলার সিবিআই তদন্ত  নিয়ে সারা দেশ গর্জে উঠেছে। কিন্তু এহেন উত্তাল পরিস্থিতিতে সুশান্তের মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেনমহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ।

310

এদিকে সুশান্তের মামলার সিবিআই তদন্ত  নিয়ে সারা দেশ গর্জে উঠেছে। কিন্তু এহেন উত্তাল পরিস্থিতিতে সুশান্তের মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেনমহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ।

410


সুশান্তের মামলার মৃত্যু তদন্ত নিয়ে সিবিআই-এর হাতে তুলে দেওয়ার জন্য চাপ ক্রমশ বেড়েই চলেছে। তার মধ্যেই  সুশান্তের বাবার এফআইআর দায়ের তদন্তে নয়া মোড় এনেছে।

510

সুশান্তের মৃত্যুর আগেই কোটি কোটি টাকা ঘায়েব করে সরিয়ে নিয়েছিল প্রেমিকা রিয়া চক্রবর্তী। প্রায় ১৫ কোটি টাকা সুশান্তের ব্যাঙ্ক থেকে সরিয়ে নিয়েছিলেন। এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন অভিনেতার বাবার। এছাড়াও ১৬ দফা অভিযোগ করেছেন তিনি।

610


রাজনৈতিক মহলের একাংশরাও সুশান্তের মৃত্যু নিয়ে সরব হয়েছিলেন। অমিত শাহ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদির কাছেও সিবিআই তদন্তের দাবি উঠেছিল। তার পরেও ইতিবাচক ফল মেলেনি।

710

সুশান্তের বাবার এফআইআর দায়েরের পরই তড়িঘড়ি মুম্বই পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। 

810

বৈঠক থেকে বেরানোর পরই তিনি সাফ জানান, মুম্বই পুলিশ সুশান্তের মৃত্যুর তদন্ত করছে। তাই সিবিআই-কে সেই তদন্তভার দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না।

910

অনিল দেশমুখের এই ঘোষণায় মোটেই খুশি নন সুশান্তের অনুরাগীরা। কারণ যত দিন এগোচ্ছে ততই নয়া মোড় আসছে। 

1010

অনিল দেশমুখের এই ঘোষণায় মোটেই খুশি নন সুশান্তের অনুরাগীরা। কারণ যত দিন এগোচ্ছে ততই নয়া মোড় আসছে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos