তাদের কথায়, প্রিয়ঙ্কা নিজের পেশা নিয়ে যতটা ভাবেন, ততটাই ব্যক্তিগত জীবন নিয়েও চিন্তিত। নিকের সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে বলিউড থেকেও বেশ খানিকটা সরে গিয়েছেন। যদিও সেলেব দম্পতিকে দেখা গিয়েছিল ইশা অম্বানির হোলি পার্টিতে। দেশের মাটিতে রীতিমত মন ভরে হোলি খেলে বিদেশে ফিরেছেন প্রিয়ঙ্কা।