ভয়ঙ্কর দুর্ঘটনায় এই দুজনকেই কাছে চাইছিলেন মালাইকা, মৃত্যুর মুখ থেকে ফিরে জানালেন মাল্লা

শারীরিক চোট সারলেও মনের ক্ষত আজও দগদগে। গত মাসের ২ রা এপ্রিল ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন মালাইকা আরোরা। পুনের একটি ফ্যাশন ইভেন্ট থেকে মুম্বই ফিরছিলেন মালাইকা, সেই সময়েই ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েন বলিপাড়ার মাল্লা। যদিও খুব বেশি চোট পাননি তবুও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। মালাইকার দুর্ঘটনার খবর পেয়ে রীতিমতো ভেঙে পড়েছিলেন ভক্তরা।  দুর্ঘটনার পর থেকে সেভাবে আর বাড়ির বাইরে বেরোন নি, বরং নিজের বাড়িতেই ছিলেন মালাইকা আরোরা। সম্প্রতি সেই ভয়ঙ্কর দুর্ঘটনা নিয়ে মুখ খুললেন বলিউডের মাল্লা। মালাইকা জানালেন, শারীরিক ভাবে সুস্থ হলেও মানসিক ট্রমার মধ্যে চলে গেছিলেন মালাইকা। অ্যাক্সিডেন্টের পর কাদের সবথেকে বেশি চাইছিলেন , তা জানালেন মালাইকা আরোরা।

Riya Das | Published : May 6, 2022 11:37 AM
110
ভয়ঙ্কর দুর্ঘটনায় এই দুজনকেই কাছে চাইছিলেন মালাইকা, মৃত্যুর মুখ থেকে ফিরে জানালেন মাল্লা


কিছু করেই হোক বা কিছু না করেই সোশ্যাল মিডিয়ায় সর্বদাই শিরোনামে থাকেন মালাইকা আরোরা। ফিটনেস, ফ্যাশন, ব্যক্তিগত জীবন এসব নিয়ে বরাবরই লাইমলাইটে রয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা।
 

210

গত মাসের ২ রা এপ্রিল ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন মালাইকা আরোরা। পুনের একটি ফ্যাশন ইভেন্ট থেকে মুম্বই ফিরছিলেন মালাইকা, সেই সময়েই ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েন বলিপাড়ার মাল্লা। এক সাক্ষাৎাকরে সেই ভয়ঙ্কর দুর্ঘটনা নিয়ে মুখ খুললেন বলিউডের মাল্লা। মালাইকা নিজেও স্বীকার করেছেন যে শরীর ঠিক হলেও এই ঘটনার জেরে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন মাল্লা।

310

দুর্ঘটনার কবলে পড়ার পর থেকে শারীরিক যন্ত্রণার থেকে মানসিক যন্ত্রণায় বেশি ভুগছেন মালাইকা। সোশ্যাল মিডিয়া থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছিলেন বলি নায়িকা। বিশেষ করে মানসিক দিক থেকে তিনি এখনও পুরোপুরি সুস্থ হয়নি।

410

শারীরিক চোট সারলেও মনের ক্ষত আজও দগদগে। মুম্বইয়ের খোপোলির কাছে হাইওয়ের উপর তিনটি গাড়ি ধাক্কা লেগেই এই ঘটনাটি ঘটেছে। তড়িঘড়ি হাসপাতালে নিয়েও যাওয়া হয়েছিল অভিনেত্রীকে। তবে মালাইকার চোট সামান্য ছিল, যার ফলে হাসপাতাল থেকেও তাকে ছেড়ে দেওয়া হয়েছিল।

510


সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা জানান, এটা এমন একটা ঘটনা যা আমি মনে করতে চাই না। আবার এমনটাও নয় যে আমি সহজে ভুলতে পারছি। বিশেষত শারীরিক ভাবে সুস্থ হলেও মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছি।

610


দুর্ঘটনার পর মালাইকার চোট লেগেছিল কপালে। এবং প্রথমবার রণবীর-আলিয়ার বিয়েতে দেখা গিয়েছিল মালাইকাকে। তিনি জানিয়েছেন দুর্ঘটনার পর খুশির মধ্য দিয়ে যাওয়া দরকার ছিল।

710


প্রেমিক অর্জুনের সঙ্গেই রণবীর ও আলিয়ার বিয়েতে হাজির হয়েছিলেন মালাইকা আরোরা। গোলাপি রঙের শর্ট পোশাকে লাস্যময়ী মালাইকা নজর কেড়েছিলেন।  এবং রণবীর ও আলিয়ার এই বিয়ের অনুষ্ঠান খানিকটা সুস্থ হতে সাহায্য করেছে।
 

810

মালাইকা আরও বলেন,দুর্ঘটনার সময় আমি হতবাক ছিলাম। মাথায় প্রচন্ড ব্যথা করছিল। তবে শুধু জানতে চাইছিলাম বেঁচে আছি কিনা  খুব বেশি রক্তক্ষরণ হয়েছিল , কী ঘটছে তা বোঝার জন্য শোরগোল শুরু হয়েছিল। প্রচন্ড ঝাঁকুনি অনুভব করেছিলাম। হাসপাতালে পৌঁছানো পর্যস্ত সবটা অস্পষ্ট ছিল।

910

দুর্ঘটনার পর দুটো জিনিসই প্রার্থনা করছিলাম। প্রথমত, সেই রাতে মরতে চাইনি এভং আমি আমার দৃষ্টিশক্তি হারাতে চাইনি। আমি ক্রমাগত আমার মা এবং আমার ছেলে আরহানের কথাই জিজ্ঞাসা করছিলাম। এবং সেটে ফিরে যাওয়া নিয়েও বিড়বিড় করছিলাম।

1010

একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফিরছেন মালাইকা আরোরা। সম্প্রতি একটি ফ্যাশন শো-তে দেখা গেছে মালাইকাকে।  লাল টকটকে লেহেঙ্গা পরে ব়্যাম্পে হেঁটে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন মালাইকা আরোরা।
 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos