ক্রপটপের চারপাশ দিয়ে বেরিয়ে আসছে বক্ষের একাংশ। হট অবতারে মালাইকাকে দেখেই ভিড়মি খেয়েছেন নেটিজেনরা। সেক্সবম্ব মালাইকার হট অবতারেই রাতের ঘুম উড়িয়েছেন ভক্তদের।মালাইকাকে দেখে নেটিজেনরা বলেছেন, 'জ্যাকেটটা পরার আর কী দরকার ছিল। শরীরের সবটাই তো বেরিয়ে আসছে'। আবার অন্য একজন বলেছেন,'এত শরীর দেখানো কিসের'।