দুই দশক পর ছাইয়া ছাইয়া লুকে ধরা হট মালাইকা, ২৩-র আগের লুককে বুড়ো আঙুল দেখিয়ে গ্ল্যামার তুঙ্গে

Published : Mar 19, 2021, 01:25 PM IST

মালাইকা আরোরা মানেই বলিউডে হট পোজ, তাঁর পার্ফেক্ট ফ্রেম থেকে শুরু করে হট মুভস, সবটাই তারিয়ে তারিয়ে উপভোগ করে থাকে ভক্তমহল। সকলের প্রিয় এই হট ডিভা দিনে দিনে যেন হয়ে উঠছেন আরও সুন্দর। এবার নিজেই দিলেন প্রমাণ। 

PREV
110
দুই দশক পর ছাইয়া ছাইয়া লুকে ধরা হট মালাইকা, ২৩-র আগের লুককে বুড়ো আঙুল দেখিয়ে গ্ল্যামার তুঙ্গে

সালটা ছিল ১৯৯৮, নব্বই দশকের সর্বাধিক জনপ্রিয়গান ছাইয়া ছাইয়া প্রকাশ্যে আসে। 

210

শাহরুখ খানও মালাইকা আরোরা জুটি, ঝড়ের বেগে ভাইরাল হয়ে ওঠে এই দুই সুপারস্টার। চলন্ত ট্রেনে চেপে উদ্দাম নৃত্য। 

310

সকলের মুখে মুখে ছড়িয়ে পড়ে মালাইকা আরোরার নাম। স্টানিং ডান্স ও ঠুমকাতে মুহূর্তে তিনি মন জয় করেছিলেন সকলের। 

410

লকডাউনেই আরও স্পষ্ট হয়ে দাঁড়ায়। এই দুই একাধিকবার নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন। 

510

কিন্তু মালাইকা আরোরা হলেন এই ক্ষেত্রে ব্যতিক্রমী। সকলের দিনে দিনে বয়স বাড়ে। 

610

মালাইকার ক্ষেত্রে উল্টো যতই দিন যাচ্ছে, ততই কমছে তার বয়, বাড়ছে গ্ল্যামার। ঝড়ের বেগে ভাইরাল হলেন তিনি। 

710

দুই দশক গড়িয়ে একই লুকে ফোটোশ্যুটে ধরা দিলেন মালাইকা। সেই ছবি চোখে পড়তেই মনে পড়ে গেল ছাইয়া ছাইয়ার কথা। 

810

কিন্তু কোথায় সেই পুরোনো মালাইকা। পাশাপাশি দুই ছবি বসালে এক কথায় চেনা দায়। 

910

রূপে চোখ ঝলসে যাওয়ার উপক্রম, মালাইকার ক্রিমি স্কিন ও স্টানিং লুকে সোশ্যাল মিডিয়ার চক্ষু ছানাবড়া। 

1010

মালাইকা হট পোজে হয়ে উঠলেন আরো গর্জিয়াস, রাজস্থানী লুকে ভাইরাল হয়ে ওঠা সেলেবের নয়া লুকে চর্চা তুঙ্গে। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories