কখনও প্যান্ট ছাড়া, কখনও অন্তর্বাস না পরে, মালাইকার 'SuperHot' ক্লিভেজে ক্লিন বোন্ড সাইবারবাসী

Published : Feb 16, 2021, 10:40 AM IST

কখনও প্যান্ট না পরে আবার কখন অন্তর্বাস না পরে  একের পর এক ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন মালাইকা আরোরা। কখনও শরীরী উষ্ণতা যেন চুঁইয়ে পড়ছে আবার হট অ্যান্ড বোল্ডনেসে ছক্কা হাঁকাচ্ছেন। সম্প্রতি এমন এক কান্ড ঘটালেন অভিনেত্রী, যা দেখা মাত্রই চোখ কপালে উঠেছে নেটিজেনদের।  হাই থাই স্লিট, হাফ প্যান্ট পরেই রাস্তায় বেরিয়েছেন মালাইকা, যদিও এ আর নতুন কি। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হয়েছেন বলি ফ্যাশনিস্তা।

PREV
17
কখনও প্যান্ট ছাড়া, কখনও অন্তর্বাস না পরে, মালাইকার 'SuperHot' ক্লিভেজে ক্লিন বোন্ড সাইবারবাসী

সম্প্রতি নেটদুনিয়া উত্তাল হয়েছে মালাইকাকে নিয়ে। সোশ্যাল মিডিয়ায় বরাবরই কিছু না কিছু পোস্ট করে নেটিজেনদের নজরে থাকেন।

27

ফ্ল্যাট অ্যাবস, নির্মেদ ছিপছিপে শরীরই যেন মালাইকার ইউএসপি। কিন্তু বলি ফ্যাশনিস্তা মালাইকার এই ছবি দেখে চক্ষু চড়কগাছ হয়েছে নেটিজেনদের। 

37

পোশাকের উপর দিয়ে ফুটে উঠেছে শরীরী উষ্ণতা। প্রতিটি ছবিতেই যেন আরও উষ্ণ মালাইকা।

47

মালাইকার হট ছবি রাতারাতি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। মারকাটারি ফিগারের নেশায় বুঁদ ভক্তরা।

57


স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হয়েছেন মালাইকা।
 

67

সাহসী অভিনেত্রী হিসেবে বি-টাউনে তকমা রয়েছে তার। ছাইয়া ছাইয়া গার্লের ফ্যাশন স্টেটমেন্ট বরাবরই সাহসীকতার পরিচয় দিতে থাকেন তিনি।

 

77


মালাইকা আরোরা এবং অর্জুন কাপুর সর্বদাই পেজ থ্রি-র শিরোনামে। অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করলেও কবে সাতপাকে বাঁধা পড়বেন এই খবরে টিনসেল টাউন সরগরম থাকলে তারা কিন্তু স্পিকটি নট।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories