তবে এবার শুধু ট্রোলিং নয়, বরং মালাইকার সমর্থনে গলাও ফাটিয়েছেন বহু নেটিজেনরা। যেখানে কেউ বলেছেন, মহিলারা ব্রা পরবেন কি না সেটা তাদের একান্ত নিজস্ব ব্যাপার। কেউ বলেছেন, অনেকেরই অন্তর্বাস পরলে অস্বস্তি হয়। অনেকে আবার বলেছেন মালাইকা কিছুই ভুল করেনি। যদিও এই প্রসঙ্গে স্পিকটি নট মালাইকা (Malaika Arora) নিজেই।