বয়স প্রায় ৫০ ছুঁই ছুঁই। এই বয়সে এসেও নিউকামারদের টেক্কা দিতে প্রস্তুত মালাইকা ( Malaika Arora)। ফারহান আখতার ও শিবানী দান্ডেকর পার্টিতে মালাইকার সাজ নিয়ে অশ্লীল মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। নেটিজেনরা একজন বলেছেন, যা খুশি পরে নিলেই হল। একজন নেটিজেন বলেছেন, নিজেকে কী মনে করেন, নিজের বয়স অনুযায়ী পোশাক নির্বাচন করুন। অন্য একজন বুড়ি ঘোড়া বলে মন্তব্য করেছেন।