মালাইকার ( Malaika Arora) মতে, পরিস্থিতি আগের থেকে অনেকটাই বদলেছে। অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ থামাইনি, প্রেগন্যান্সির মধ্যেও ছোটপর্দার একটি শো করেছি। এবং শুধু তাই নয়, শো-টির কাজ পুরো শেষ করেছি। অন্তঃসত্ত্বা অবস্থাতেও সবচেয়ে বেশি ঘুরতে হয়েছে কাজের প্রয়োজনে।