বলিউড হটডিভা মালাইকা হঠাৎ-ই হাতে তুলে নিয়েছিলেন হাতা-খুন্তি, কারণ খোলসা করলেন নিজেই

Published : May 07, 2021, 01:21 PM IST

মালাইকা আরোরা, বলিউডের হটডিভা, আইটেমডান্স থেকে শুরু করে একের পর এক সিনেমাতে অভিনয় করা, সকলের নজর কেড়ে তাক লাগিয়েছেন তিনি। তবে বিয়ের পর এমন কি হয়েছিল,যার জন্য তাঁকে হাতে তুলে নিতে হয়েছিল হাতা-খুন্তি! 

PREV
18
বলিউড হটডিভা মালাইকা হঠাৎ-ই হাতে তুলে নিয়েছিলেন হাতা-খুন্তি, কারণ খোলসা করলেন নিজেই

মালাইকা আরোরা, এক কথায় বলতে গেলে তার  হটনেসের ঝড়ে কাবু সকলেই। তবে বিয়ের পর রান্না ঘরে খুব একটা যেতেন না তিনি। 

28

বাড়িতে রান্না করাটা ছিল না তাঁর চল। যার ফলে রান্নাটা পারতেনও না মালাইকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তা খোলসা করে মালাইকা। 

38

তিনি রান্না পারতেন না, তবে  হঠাৎ এমন কি ঘটনা ঘটে যার জন্য তাঁকে হাতে তুলে নিয়ে হয়েছিল হাতাখুন্তি। 

48

না শশুড়বাড়ির চাপে পড়ে নয়। বরং ছেলের জন্যই রান্না শিখতে হয়েছিল মালাইকাকে। 

58

স্কুল থেকে ফিরেই মায়ের কাছে অভিযোগ ছোট্ট ছেলের, সবার মা রান্না করে, মালাইকা কেন পারেন না। 

68

এই কথা শোনার পরই নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন মালাইকা। ঠিক করেছিলেন তিনি রান্না করবেন। 

78

আর সেই প্রথম শুরু, রান্না ঘরে গিয়ে দস্তুর মত শুরু হয়ে যায় যুদ্ধ। 

88

সেই থেকেই রান্না ঘরে নিত্য আসা যাওয়া। বর্তমানে মাঝে মধ্যেই নিজের মন পসন্দ রান্না  করে থাকেন মালাইকা। 

click me!

Recommended Stories