কেউ বিঞ্জওয়াচিং ব্যস্ত তো কেউ অনলাইন গেমসে। না চাইতেও স্মার্টফোনের মধ্যে মুখ গুঁজে বসে থাকতে হচ্ছে অনেকেই। লকডাউনে আর উপায়ই বা কী আছে। হাতে গুনে কয়েকটা কাজই করা সম্ভব বাড়ির মধ্যে। তবে অভিনেত্রী মালাইকা আরোরা ডিজিটাল দুনিয়া থেকে বেরিয়ে রান্নাঘরে ঢুকে গিয়েছেন। বেসনের লাড্ডু বানিয়ে সময় কাটালেন অভিনেত্রী। তবে এক নায়িকার রান্না করা বিষয়টি মূল অ্যাট্রাকশন নয়, আন্তর্বাস ছাডা় মালাইকার ফিনফিনে পাতলা ম্যাক্সি নজর কেড়েছে সকলের।