মল্লিকা শেয়াওয়াত(Mallika Sherawat) মানেই 'ভিগে হোট তেরে', ইমরান হাসমির সঙ্গে এই গানের দৃশ্য নিয়ে আজ উন্মাদনার পারদ তুঙ্গে। মারকাটারি চাবুক ফিগার, স্মার্ট বিকিনি লুকে যেভাবে গানের চিত্রায়ণ করেছিলেন মল্লিকা, তা আজও সুপারহিট হয়ে রয়েছে দর্শকমনে। সেই থেকেই কেরিয়ারের যাত্রা শুরু, তবে বলিউডের সফর খুব একটা জনপ্রিয় না হলেও, হটনেস আজও মল্লিকার জনপ্রিয়তা তুঙ্গে।