সামনে থেকে পিছন পর্যন্ত পুরোটাই দড়ি দিয়ে বাঁধা। ফিতের ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে স্পষ্ট বিভাজিকা থেকে নাভি। উরফির (Urfi Javed) এই পোশাক দেখে ছিঃ ছিক্কারে ভরে গেছে সোশ্যাল মিডিয়ারা পাতা।
69
অশ্লীল মন্তব্যে ভরে গেছে উরফির সোশ্যাল মিডিয়ার (Urfi Javed) পাতা। নেটিজেনরা কমেন্টে বলেছেন জুতোর ফিতে দিয়ে বানানো নাকি। কেউ আবার বলেছেন, এই পোশাকে যে ডিজাইনার বানিয়েছেন আমি তার সঙ্গে সবার আগে দেখা করতে চাই।
79
নেটিজেনদের কেউ আবার বলেছেন এই দরজিকে ইউক্রেনে পাঠাও। এক দুটো মিসাইল পড়বে পিছনে, তবেই এসব বন্ধ হবে। কেউ আবার লিখেছেন, দড়িটা একটু খুলে গেলে তো সব শেষ (Urfi Javed) ।
89
যদিও ট্রোলারদের নিয়ে বরাবরই কোনও মাথাব্যথা নেই তার। বরং তিনি মনে করেন যে কোনও ধরনের পোশাক পরার স্বাধীনতা রয়েছে তার। এবং পোশাকের কারণে বড় বড় তারকারা খবরে থাকেন। তাহলে উরফির (Urfi Javed) ব্যাপারে সবার এত আপত্তি কেন।
99
কাটাছেড়া পোশাক, শরীরী উষ্ণতা জমিয়ে উপভোগ করছেন ভক্তরা । নেটপাড়ার হট সেনসেশনের বোল্ডনেসে কাঁপছে সোশ্যাল মিডিয়া। অন্তর্বাস পরতে যে মোটেই পছন্দ করেন না সেটাই যেন ক্রমশ স্পষ্ট। যদিও এটা নতুন কিছু নয়। সাহসী খোলামেলা পোশাকে সর্বদাই নেটপাড়ায় উত্তেজনা ধরে রাখছেন উরফি জাভেদ (Urfi Javed)।