কেন গায়েব হয়ে গেছিলেন বলিউড থেকে, যৌনরসে ভরপুর মল্লিকার জবাব শুনলে শিউরে উঠবেন

Published : Jul 16, 2022, 02:17 PM IST

মল্লিকা শেরওয়াত, নামটাই যেন যথেষ্ঠ। সঙ্গমের দৃশ্যই হোক কিংবা ঘনিষ্ঠ চুম্বনে শিহরণ জাগাতে জুড়ি মেলা ভার মল্লিকা শেরওয়াতের। বি-টাউনে সেক্স সিম্বল-এর তকমা পেলেও তার শরীরী নেশা আজও বুঁদ ভক্তরা। বলিউড ছাড়াও হলিউডেও নিজের দক্ষতার ছাপ রেখেছিলেন মল্লিকা। তবে একটা সময় বলিউড ছেড়ে হঠাৎই গায়েব হয়ে গিয়েছিলেন মল্লিকা। কিন্তু কেন? কোথায় গিয়েছিলেন অভিনেত্রী? সম্প্রতি এক সাক্ষাৎকারে মল্লিকা জানান, আমেরিকায় চলে গিয়েছিলেন তিনি। এবং সেই সিদ্ধান্তই সঠিক ছিল বলে মনে করেন নায়িকা।  

PREV
19
 কেন গায়েব হয়ে গেছিলেন বলিউড থেকে, যৌনরসে ভরপুর মল্লিকার জবাব শুনলে শিউরে উঠবেন


বলিউডে সিরিয়াল কিসার বললেই যেমন সবার আগে ইমরান হাশমির নাম মনে আসে। ঠিক তেমনই পর্দায় ঘনিষ্ঠ চুম্বনে শিহরণ জাগাতে জুড়ি মেলা ভার মল্লিকা শেরওয়াতের। লিপলক থেকে সঙ্গমের দৃশ্যে শরীরী উত্তেজনা জাগানো মল্লিকা শুধু বলিউডেই নয়, হলিউডও তার উষ্ণতায় কাত। 

29


বলিউডে সিরিয়াল কিসার বললেই যেমন সবার আগে ইমরান হাশমির নাম মনে আসে। ঠিক তেমনই পর্দায় ঘনিষ্ঠ চুম্বনে শিহরণ জাগাতে জুড়ি মেলা ভার মল্লিকা শেরওয়াতের। লিপলক থেকে সঙ্গমের দৃশ্যে শরীরী উত্তেজনা জাগানো মল্লিকা শুধু বলিউডেই নয়, হলিউডও তার উষ্ণতায় কাত। 
 

39


সেক্সবম্ব মল্লিকা জানান,তিনি কোনওদিনই পরেরটা নিয়ে বেশি ভাবেন না। নিজের বাড়ি ছেড়ে বলিউডে আসার সময়েও যেমনটা করেছিলেন, ঠিক তেমনই বলিউড ছেড়ে আমেরিকা চলে যাওয়ার সময়ও তেমনটা ভেবেছিলেন নায়িকা।

49

মল্লিকার মতে আমার মনে হয়েছিল, আমি বিশ্ব জয় করতেও পারি। কারণ হরিয়ানার জাঠ পরিবার থেকে বলিউডে আসাটাই ছিল একটা বিপ্লব। তবে ভাগ্যটাও সাধ দিয়েছিল তাই কাজ পেয়ে গেছিলাম। ঠিক তেমনই আমেরিকা যাওয়ার সময়েও এমনটাই মনে হয়েছিল।

59

নিজের আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত আরও বেশি ভাল বলে মনে করেন কারণ, 'আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দুবার যোগাযোগ হয়েছে।  এমনকী ব্রুনো মাসের সঙ্গে মিউজিক ভিডিও ও ইনডিপেনডেন্ট সিনেমা-দ্য পলিটিকস অফ লাভ-এ কাজ করারও সুযোগ পেয়েছিলেন'।
 

69

মল্লিকা আরও জানান, বলিউডে ৫-৭ বছর কাজ করার পর মনে হল, 'এটাই সঠিক সময়, আরও কিছু দিগন্তকে খুঁজে বার করার।  ভারতে কাজ করে অনেক টাকা কামিয়েছি। এবার একটু নতুন দেশে যাওয়া যাক । আর এই সিদ্ধান্ত একদম সঠিক ছিল। কারণ আমেরিকা আমাকে অনেক ভালবাসা দিয়েছে'।
 

79

নগ্নতা থেকে চরম সঙ্গমের মুহূর্তে একটুও পিছপা হননি মল্লিকা। বরং নিজের সবটা উজার করেই শরীরী শিহরণ জাগিয়েছিলেন মল্লিকা। আর এতেই বেড়ে গিয়েছিল বিপদ। পর্দায় নিজেকে সেক্স সিম্বল হিসেবে প্রমাণ করতে গিয়েই বাস্তবে সমস্যায় পড়েছিলেন বলি অভিনেত্রী। পর্দায় ঘনিষ্ঠ চুম্বনে শিহরণ জাগাতে জুড়ি মেলা ভার মল্লিকা শেরওয়াতের ।

89

সাহসী চরিত্রে অভিনয় করেই জীবনের সবচেয়ে বড় সমস্যায় পড়েছিলেন মল্লিকার । একটা সময়ে সহকর্মীর যৌন প্রস্তাবে রাজি না হওয়ায় হাতছাড়া হয়েছিল একাধিক কাজ। তবে মল্লিকা জানিয়েছেন, তিনি কোনওকিছুতেই আপোস করতে পছন্দ করতে না। নিজেকে নিয়ে গর্ব বোধ করেন তিনি। এবং প্রতিটি জায়গায় প্রমাণ করতে গিয়েই তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন।

99

অনেকদিন ধরেই বড়পর্দা থেকে দূরে ছিলেন মল্লিকা শেরওয়াত। দীর্ঘদিন বাদে ওটিটি-দিয়েই নিজের কেরিয়ার  নতুন করে শুরু করছেন মল্লিকা শেরওয়াত। ইতিমধ্যেই  ওটিটি-তে পা রেখেছেন মল্লিকা শেরওয়াত। 

click me!

Recommended Stories