বলিউড নিয়ে এই ভুল ধারনাই মনে পুশে রেখেছিলেন মনোজ বাজপেয়ী, দু-দশক পর খোলসা করলেন রহস্য

বলিউডে পা রাখার আগে অনেকের চোখেই অনেক রঙিন স্বপ্ন থাকে। স্বপ্ন থাকে সুপারস্টার হওয়ার। কিন্তু সেই স্বপ্নপুরীতে পা রাখার পর কী আদেও তা স্বপ্নের জায়গা থাকে, না কি কোথাও গিয়ে কঠিন বাস্তবে হারিয়ে যেতে থাকে তার স্বরূপ, এবার বলিউডের অন্দরমহল নিয়ে মুখ খুললেন অভিনেতা মনোজ বাজপেয়ী। 

Jayita Chandra | Published : Feb 1, 2021 11:08 AM
19
বলিউড নিয়ে এই ভুল ধারনাই মনে পুশে রেখেছিলেন মনোজ বাজপেয়ী, দু-দশক পর খোলসা করলেন রহস্য

এক কথায় যাকে বলে বহিরাগত, তাই হলেন মনোজ বাজপেয়ী। না ছিল পকেটে পয়সা, না ছিল বলিউডে কোনও চেনা জানা। 

29

এক বুক স্বপ্ন নিয়েই তিনি পা রেখেছিলেন টিনসেল টাউনে। সেখান থেকেই শুরু হয়েছিল তাঁর স্বপ্ন সফর। কিন্তু কতটা কঠিন পরিস্থিতি দিয়ে যেতে হয়েছিল তাঁকে! 

39

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই ভুল ধারনা নিয়েই মুখ খুলেছিলেন অভিনেতা মনোজ বাজপেয়ী। জানালেন তাঁর কাছে জগতটাই ছিল আলাদা। 

49

বলিউডে প্রবেশ করার আগে মনোজের মনে হত এটা একটা পরিবারের মত। সকলে একসঙ্গে থাকে কাজ করে। কিন্তু সেটা সত্যি নয়। 

59

মনোজের কথায় বলিউড ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে আচে। আর সেই ছোট ছোট গ্রপগুলির মধ্যে পরিবার বোধ ভিষণ রকমভাবে কাজ করে। 

69

কিন্তু একজন বহিরাগতের জন্য সেই পরিবারের সদস্য হয়ে ওঠা কিছুটা তো কঠিন বটেই। তবে ভালো কাজ করে যাওয়াটাই লক্ষ্য হওয়া উচিৎ। 

79

বলিউড তোমায় ভুলবে না।  বলিউডে টিকে থাকতে মূল মন্ত্রই হওয়া উচিত হার্ড ওয়ার্ক। আর সেই ব্রত নিয়েই পথ চলে এসেছেন মনোজ। 

89

তাঁর কথায় তোমার সাফল্য অন্যকে যেমন অস্বস্তিতে ফেলে দেয়, ঠিক একই ছবি বলিউডেও দেখা যায়। তা এড়িয়ে যাওয়াই ভালো। 

99

ভোটের সব খবর জানতে ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলার 'www.bangla.asianetnews.com' -এ।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos