সত্যিই কি আত্মঘাতী হয়েছেন মিয়া খালিফা, নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ল খবর

অল্প সময়ের মধ্যেই নীল ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিল মিয়া খালিফা। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের ধরে রাখতে বেশ সিদ্ধহস্ত মিয়া। একের পর এক যৌন উত্তেজনামূলক ছবি পোস্ট করে সংবাদের শিরোনামেই থাকেন মিয়া। আত্মঘাতী হয়েছেন মিয়া । সম্প্রতি এই খবরেই রটে  গিয়েছে নেটদুনিয়ায়। খবর প্রকাশ্যে আসা মাত্রই শান্তিকামনা করে অনেকেই পোস্ট দিয়েছেন। তবে কি সত্যিই আত্মঘাতী হয়েছেন মিয়া। জেনে নিন আসল সত্য।

Riya Das | Published : Jun 24, 2020 11:17 AM IST / Updated: Jun 24 2020, 04:50 PM IST
19
সত্যিই কি আত্মঘাতী হয়েছেন মিয়া খালিফা, নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ল খবর


২০২০ সালে একের পর এক দুঃসংবাদ। ইরফান খানের থেকে শুরু করেন বলিউডের তাবড় তাবড় ব্যক্তিত্বরা ছেড়ে চলে যাচ্ছেন।

29


সম্প্রতি এমন একটি খবরে ঘুম উড়েছে সকলেরই। আত্মঘাতী হয়েছেন মিয়া খালিফা। মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে এই খবর।

39


কিন্তু এই খবরটি যে একবারেই ভুয়ো তা নিজেই জানিয়েছেন মিয়া। নিজের মৃত্যুর এই পোস্ট দেখে খানিক হতবাক হলেও মাথা গরম করেননি মিয়া।

49

ঠান্ডা মাথায় নেটিজেনদের উদ্দেশ্যে মিয়া বলেছেন, এটা ভেবো না, যারা শোকবার্তা পাঠাচ্ছে তাদের কোনও ট্র্যাক রাখছি না।  

59


মিয়ার এই টুইট দেখেই ভক্তরা স্বস্তির নিঃশ্বাস নিয়েছেন। তারপরই যে টুইটি থেকে মিয়ার মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়েছিল তড়িঘড়ি সেই টুইট মুছে ফেলা হয়।

69

দীর্ঘদিনের বয়ফ্রেন্ড রবার্ট স্যান্ডবার্গের সঙ্গে চলতি বছরের জুন মাসেই  বিয়ে হওয়ার কথা ছিল মিয়ার। কিন্তু করোনার জেরে বিয়ে পিছোতে বাধ্য হয়েছেন মিয়া।

79

গত বছরের শুরুতেই এনগেজমেন্ট সেরে নিয়েছেন  মিয়া। রবার্টের সঙ্গে পর্ন দুনিয়ার কোনও সম্পর্ক নেই। পেশায় শেফ রবার্ট।

89


গত দুবছর ধরেই রবার্টের সঙ্গে সম্পর্ক রয়েছে মিয়ার। শিকাগোর একটি ডিনারে গিয়েই প্রথম বিয়ের প্রস্তাব দেন রবার্ট।

99

লেবানিজ-মার্কিন অভিনেত্রী মিয়া খালিফাও নিজের বয়ফ্রেন্ডের সঙ্গেই লকডাউনে সময় কাটাচ্ছেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos