বলিউডে ছিল না কোনও গডফাদার। নিজের কঠোর পরিশ্রম দিয়ে 'ডিস্কো ডান্সার' সকলের মনে জায়গা করে নিয়েছে। জীবনের ৭০ টি বসন্ত পেরিয়ে আজ ৭১-এ পা দিলেন মিঠুন চক্রবর্তী। আর আজ তিনি সকলের মহাগুরু। বরাবরই শিরোনামে থাকেন মিঠুন চক্রবর্তী। যাকে ভালবাসার লোকের অভাব নেই। ব্যক্তিগত জীবনে অনেক অভিনেত্রীদেরই সঙ্গে নাম জড়িয়েছিল মিঠুনের। তাদের মধ্যে অন্যতম হলেন বলিউডের চাঁদনি শ্রীদেবী। শ্রী-এর সঙ্গে তার সম্পর্ক সবথেকে বেশি চর্চিত ছিল। সাক্ষাৎকারে মিঠুন নিজেই স্বীকার করেছিলেন তিনি নাকি গোপনে বিয়েও করেছিলেন শ্রীদেবীকে। বিবাহিত হয়েও সেকথা জানতে পেরেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন যোগিতা বালি। কীভাবে ফিরেছিলেন সংসারে, জন্মদিনে রইল 'ডিস্কো ডান্সার'-এর অজানা কাহিনি।