সঙ্গমে অবাধ যৌনতা না পসন্দ কিয়ারার, সেক্সের থেকেও নায়িকার কাছে বেশি গুরুত্বপূর্ণ এই জিনিসগুলি

Published : Jun 15, 2021, 11:47 AM IST

 বলিউডে প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গে ইতিমধ্যেই সমানে সমানে টক্কর চালাচ্ছেন কিয়ারা আদবানি।  ডাব্বু রত্নানির ফোটোশ্যুটে বিতর্ক থেকে 'লাস্ট স্টোরিজ'-এ স্বমেহনের দৃশ্যে ভাইব্রেটর -এর দৃশ্যো রীতিমতো ঝড় তুলেছিলেন কিয়ারা। তবে সেক্স ও যৌনতা ছাড়াও তার জীবনে রয়েছে এমন কিছু জিনিস রয়েছে, যা অনেক বেশি গুরুত্বপূর্ণ।  অনলাইন শো-তে নিজেই সেই সিক্রেট ফাঁস করলেন কিয়ারা আদবানি।

PREV
19
সঙ্গমে অবাধ যৌনতা না পসন্দ কিয়ারার, সেক্সের থেকেও নায়িকার কাছে বেশি গুরুত্বপূর্ণ এই জিনিসগুলি

নিজের অভিনয় দক্ষতা, স্টাইল স্টেটমেন্ট দিয়ে তিনি নেটিজেনদের মন জয় করে নিয়েছেন  কিয়ারা আদবানি। 

29

বলিউডে প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গে ইতিমধ্যেই সমানে সমানে টক্কর চালাচ্ছেন কিয়ারা আদবানি। অক্ষয় কুমারের সঙ্গে প্রথম জুটি বেঁধে বলিউডে পা রাখেন কিয়ারা। 

39

  তারপর দীর্ঘ একটা বিরতি। ফের সুশান্ত সিং রাজপুতের সঙ্গে এমএসধোনি সিনেমা দিয়ে বড়পর্দায় ফিরে আসেন কিয়ারা। তারপর থেকে তার কেরিয়ারগ্রাফ উর্ধ্বমুখী। তারপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। 

49

এখানেই  শেষ নয়,  'লাস্ট স্টোরিজ'-এ স্বমেহনের দৃশ্যে ভাইব্রেটর -এর দৃশ্য অভিনয় করে ঝড় তুলে নিয়েছিলেন কিয়ারা।

59


তারপর থেকেই তার জনপ্রিয়তা যেন অন্য দিকে পৌঁছে যায়।  যে কোনও শো-তেই তাকে সেক্স  নিয়ে প্রশ্ন করাটাই যেন খুব স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়ায়।

69


তারপর থেকেই তার জনপ্রিয়তা যেন অন্য দিকে পৌঁছে যায়।  যে কোনও শো-তেই তাকে সেক্স  নিয়ে প্রশ্ন করাটাই যেন খুব স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়ায়।

79

টুইঙ্কল-এর শো-তে এমন তিনটি  নাম জিজ্ঞাসা করা হয়, যা তার কাছে সেক্সের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ।

89


কিয়ারাও এমন তিনটি জিনিসের নাম বলেছেন যা শুনলে আপনিও হতবাক হবেন। প্রথমত পিৎজা, দ্বিতীয়ত শপিং, তৃতীয়ত, ভাল সিনেমা।

99

এমনকী কিয়ারা চান শুয়োপোকা হতে, যাতে প্রজাপতি হয়ে উড়ে যেতে পারেন।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories