কথায় বলে কোনও কিছুই রাতারাতি সম্ভব নয়, ঠিক তেমনই আবার কারুর যদি একাগ্রতা থাকে, তাঁকে আটকায় কার সাধ্যি। এই সমীকরণেই বাঁধা সাফল্যের সূত্র। বাঘা বাঘা অভিনেতার জীবনে তেমনই হাজার হাজার গল্প লুকিয়ং রয়েছে। সেই তাকিলা থেকে বাদ পড়েননি সুপার স্টার মিঠুন চক্রবর্তীও।
মিঠুন চক্রবর্তী, বলি-টলি দাপিয়ে বেড়ানো এই অভিনেতার জীবনের শুরুটা এতটা সহজ ছিল না। স্বপ্ন বুকে তিনি হাজির হয়েছিলেন বিটাউনে।
28
কিন্তু প্রথমেই মিলেছিল একাধিক বাধা। একের পর এক সমস্যার সন্মুখীন হতে হয় তাঁকে। যা নিয়ে একাধিকবার মুখ খুলেছেন তিনি।
38
একবার অভিনেতা সাফ জানিয়েছিলেন, তিনি হাতে ছবি পেলেও কোনও অভিনেত্রী তাঁর সঙ্গে কাজ করতে চাইতেন না।
48
কারণও তিনি সাফ জানান, বলেছিলেন, এ শুরু দিকের কথা। তখনকার কথা টেনে আনতে চাইনা। তবে অনেক কিছুই কানে আসত।
58
যার মধ্যে একটি হল অন্যান্য অভিনেতারা চাইতেন না অভিনেত্রীরা আমার সঙ্গে কাজ করুক। কেন জানি না। তবে সেই সময় ছক ভেঙেছিলেন জিনাত আমান।
68
তিনি বারে বারে আমার পাশে দাঁড়িয়েছিলেন। এবং কিছু দিনের মধ্যেই আমি সুপারস্টারের তকমা পাই।
78
এরপরের গল্পটা সকলের জানা। একের পর এক ছবি হিট, বক্স অফিসফুল, মিঠুন চক্রবর্তীর ঝড় সিনে দুনিয়ায়।
88
মৃগয়া থেকে যাত্রা শুরু, আজও তিনি দাপটের সঙ্গে দুই ইন্ডাস্ট্রিতেই রাজ করছেন।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।