গত রাত্রেই বেবোর দেদার পার্টি, ভরামাসে ডাক্তারের কাছে ছুটলেন Mom To Be করিনা কাপুর

মিসেস করিনা কাপুর খান এখন অপেক্ষার প্রহর গুনছেন। যেকোনও মুহূর্তে আসবে সুখবর। তৈমুরের এবার ছোট বোনের সঙ্গ পেতে চলেছে নাকি পটৌডি পরিবারে ফের ছেলের জন্ম হতে চলেছে। সময় দেবে উত্তর। এক সন্তানের মা, আরও এক সন্তানের মা হতে চলেছেন। বয়স যে চল্লিশে গিয়ে ঠেকেছে তা অবশ্যই তাঁকে দেখে বোঝা যায় না। তবে কি এই গ্ল্যামারের রহস্য কাপুর পরিবারের রক্ত নাকি করিনার পছন্দের ওয়ার্ক আউট পিলাটেস। প্রশ্ন ভক্তদের। 
 

Adrika Das | Published : Jan 11, 2021 8:25 AM IST
18
গত রাত্রেই বেবোর দেদার পার্টি, ভরামাসে ডাক্তারের কাছে ছুটলেন Mom To Be করিনা কাপুর

ফিটনেসের পাশাপাশি তিনি ফ্যাশনের সাতকাহন নিয়ে নানা জায়গায় ফ্যাশানেবল মাম্মির তকমা পেয়েছেন আগেই। 

28

তবে এবার আর ফ্যাশনের কারণে নয়, অন্য এক বিষয় সংবাদ শিরোনামে উঠে এল মম টু বি-র নাম। 

38

সম্প্রতি বান্দ্রায় ভরামাসে দেখা গেল করিনা কাপুরকে। প্রিন্টেড টু পিস পরেছেন করিনা। 
 

48

ঢলা পাজামা, ঢলা শর্ট কুর্তা পরে বান্দ্রার এক ক্লিনিকের সামনে দেখা গেল তাঁকে। 
 

58

ক্লিনিকের সামনে তাঁর দেখা পাওয়া মানেই যে ভয়ের কোনও কারণ আছে তেমনটা নয়। 

68

ভরামাসে প্রায় ডাক্তারের কাছে চেক আপ বাড়তে থাকে যেকোনও গর্ভবতী মহিলাদের। 

78

অনুষ্কা শর্মাকে দিন কতক আগে বিরাট কোহলির সঙ্গে ক্লিনিকে দেখা গিয়েছিল।  

88

করিনাও ক্রমশ এগিয়ে আসছেন তাঁর ডিউ ডেটের দিকে। যার জেরে ঘন ঘন ডাক্তারের পরমার্শ নেওয়াই তাঁর এবং আসন্ন সন্তানের জন্য ভাল। 

Share this Photo Gallery
click me!

Latest Videos