ভরামাসে বাড়ি ছাড়তে বাধ্য হলেন করিনা, সইফ-তৈমুরকে নিয়ে কোথায় চললেন বেবো

Published : Jan 13, 2021, 05:22 PM IST

ভরামাসে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন করিনা কাপুর খান। পটৌডি বেগমকে কখনও পার্টিতে তো কখনও গার্লস নাইট আউট আবার কখনও নতুন বছরের জলসায় দেখা যায়। দ্বিতীয়বার মা হতে চলেছেন। বেবি বাম্প নিয়ে ফ্যাশানেবল মাম্মির তকমাও পেয়েছেন বহুবার তিনি। এখনও অবশ্য সেই জায়গায় তিনি অনড়। গর্ভাবস্থায় নানা ম্যাটারনিটি ফ্যাশনকেই তুলে ধরছেন তিনি। পার্টি, নাইট আউটের মাঝে এখন তিনি আরও এক বিষয় নিয়ে বেশ ব্যস্ত। 

PREV
18
ভরামাসে বাড়ি ছাড়তে বাধ্য হলেন করিনা, সইফ-তৈমুরকে নিয়ে কোথায় চললেন বেবো

ভরা মাসে বর্তমান ঠিকানা ছাড়তে চলেছেন তিনি। এখন তিনি থাকেন বান্দ্রাতেই। 

28

এত দিনের পুরনো ঠিকানা ছেড়ে দিচ্ছেন করিনা। তবে কি নতুন সন্তান আসার খুশিতেই নতুন বাড়ির খোঁজ করে ফেললেন তিনি।

38

কয়েক মাস আগে থেকে করোনা আবহের শুরুর দিকেই বর্তমান বাড়িটি ছাড়ার উদ্দেশ্যে ছিলেন তাঁরা। 

48

সূত্রের খবর, তৈমুর, করিনা, সইফের জন্য এই অ্যাপার্টমেন্টটি নাকি বেশ ছোট। 

58

এখানে নতুন সন্তানের জন্ম হলে তার পক্ষেও বড় হয়ে ওঠা মুশকিল হবে। 

68

যার জেরে তাঁদের এখনকার বাড়ির ঠিক উল্টো দিকেই ফরচ্যুউন হাইটসে নতুন অ্যাপার্টমেন্ট নিয়ে ফেলেছেন তাঁরা। 

78

করোনা আবহে সেই বাড়ির কাজ বেশ ধীর গতিতেই চলছিল। নতুন বছর পড়তেই সেই কাজ সম্পূর্ণ হয়েছে। 

88

এবার বাক্স প্যাটরা নিয়ে নতুন বাড়িতে প্রবেশ করার পালা মম টু বি-র। তৈমুর এবং সইফকে নিয়ে ফরচ্যুউন হাইটসই হবে তাঁর নয়া ঠিকানা।  

click me!

Recommended Stories