কাউন্টডাউন শুরু। আবারও রাজকীয় বিয়ের সাক্ষী থাকতে চলেছে বলিউড। দুবাইয়ের বিখ্যাত উদ্যোগপতি সূরজ নাম্বিয়ারের সঙ্গেই চারহাত একহাত হতে চলেছে মৌনির। ২৭ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বাঙালি কন্যা তথা বলি সেক্সিয়েস্ট মৌনি রায়। গোয়াতেই বিচ ওয়েডিং করবেন বঙ্গতনয়া। বিয়ের তোড়জোড় শুরু হলেও করোনার জন্য সাবধানতা বজায় রেখে চলছেন বরও কনে। জানেন কি, মৌনির বিয়েতে যেতে গেলে আমন্ত্রণ পত্র নয়, বরং কাছে রাখতে হবে এই বিশেষ জিনিস।
বলিউডে শুরু হয়ে গিয়েছে বিয়ের কাউন্টডাউন। দুবাইয়ের বিখ্যাত উদ্যোগপতি সূরজ নাম্বিয়ারের সঙ্গেই চারহাত একহাত হতে চলেছে মৌনির (Mouni Roy)। গোয়ায় বিচ ওয়েডিং করবেন বঙ্গতনয়া। তবে এবার বিয়ের আগেই প্রকাশ্যে এল বড় খবর।
210
আর ৫ দিন পরই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন বাঙালি কন্যা তথা বলি সেক্সিয়েস্ট মৌনি রায়। শীঘ্রই ছাদনাতলায় বসছেন মৌনি রায় (Mouni Roy)। আগামী ২৭ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বাঙালি কন্যা তথা বলি সেক্সিয়েস্ট মৌনি রায়।
310
করোনাবিধি মেনেই বিয়ের অনুষ্ঠান সারতে চলেছেন মৌনি রায়। বিয়ের তোড়জোড় শুরু হলেও করোনার জন্য সাবধানতা বজায় রেখে চলছেন হবু বরও কনে। মৌনির (Mouni Roy) বিয়েতে যেতে গেলে আমন্ত্রণ পত্র নয়, বরং কাছে রাখতে হবে এই বিশেষ জিনিস।
410
দুই পক্ষের কাছের মানুষ, ইন্ডাস্ট্রির সহকর্মী, বন্ধু-বান্ধবদের নিয়ে ধুমধাম করেই বিয়ে সারার ইচ্ছে ছিল মৌনি রায়ের (Mouni Roy) । কিন্তু কোভিডের চোখরাঙানির জন্য সমস্ত পরিকল্পনা ভেস্তে গিয়েছে।
510
সূত্রের খবর, ইতিমধ্যেই নিমন্ত্রিতদের তালিকা কাটছাট করা হয়েছে। মৌনির (Mouni Roy) বিয়ের অনুষ্ঠানে প্রবেশ করতে গেলে এবার সঙ্গে রাখতে হবে আরটিপিসিআর রিপোর্ট। যদিও ভিকি ও ক্যাটের বিয়েতেও অতিথিদের জন্য একই নিয়ম প্রযোজ্য ছিল।
610
সূত্র থেকে আরও জানা গেছিল, ৫০ জন অতিথি আসার কথা ছিল মৌনির (Mouni Roy) বিচ ওয়েডিংয়ে। আপাতত ইন্ডাস্ট্রির বন্ধু-সহকর্মীদের বিয়ের উৎসবে সামিল না করার সিদ্ধান্ত নিয়েছেন বঙ্গতনয়া। তবে করোনা পরিস্থিতি ঠিক হলে মুম্বইয়ের গ্র্যান্ড পার্টি দেবেন মৌনি রায়।
710
দীর্ঘদিন পর ছোটপর্দায় কামব্যাক করছেন মৌনি রায় (Mouni Roy) । ডান্স ইন্ডিয়া ডান্স লিটল মাস্টার্স সিজন-৫-এর বিচারক হিসেবে কামব্যাক করছেন মৌনি রায়। বিয়ের আগে সেই সুখবর ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অভিনত্রী।
810
একতা কাপুরের ফ্যান্টাসি ড্রামা 'নাগিন'-এর হাত ধরেই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন অভিনেত্রী (Mouni Roy)। ছোটপর্দা দিয়ে কাজ শুরু করলেও বলিউড মাতিয়ে রেখেছেন বাঙালি কন্যা। অক্ষয়, অমিতাভের মতো বড় বড় সুপারস্টারদের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে মৌনি রায়কে।
910
কখনও বিকিনি তো কখনও ওয়েস্টার্ন মৌনি রায় মানেই শরীরী উষ্ণতা। বলিউডের প্রথমসারিতে ইতিমধ্যেই নিজের নাম পাকিয়ে নিয়েছেন বঙ্গতনয়া মৌনি। মৌনি রায় (Mouni Roy) মানেই উষ্ণতার হাতছানি। যার হট মুভসের আদায় মুগ্ধ সাইবারবাসী।
1010
কখনও বিকিনি তো কখনও ওয়েস্টার্ন মৌনি রায় মানেই শরীরী উষ্ণতা। বলিউডের প্রথমসারিতে ইতিমধ্যেই নিজের নাম পাকিয়ে নিয়েছেন বঙ্গতনয়া মৌনি। মৌনি রায় (Mouni Roy) মানেই উষ্ণতার হাতছানি। যার হট মুভসের আদায় মুগ্ধ সাইবারবাসী।