অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় কমবেশি ট্রোলের শিকার হয়ে থাকেন সব তারকারাই। একের পর এক ঘটনা সামনে উঠে আসে, যা নিয়ে এখন মাঝে মধ্যেই মুখ খুলে থাকেন তারকারা। অভিনেত্রী মৌনি রায়, সেই তালিকায় থাকা এক অন্যতম নাম। যাঁর বিকিনি বডি থেকে শুরু করে নয়া লুক, ট্রোলের আওতায় পড়েছে সবকিছুই।