বলিউডে বিয়ের আসর, মালাইকার পর এবার ভাইরাল মৌনি রায়, বিয়ে নিয়ে গুঞ্জণ তুঙ্গে

বলিউডে একের পর এক বিয়ের আসর বসতে চলেছে ২০২১ সালে। ২০২০ সালে তেমন কোনও অনুষ্ঠান করা সম্ভবপর হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় দিনগুণছিলেন অনেকেই। এবার সেই দিকে নজর দিয়েই বিয়ের গুঞ্জণ তুঙ্গে উঠল টিনসেল টাউনে...

Jayita Chandra | Published : Jan 18, 2021 7:56 AM
110
বলিউডে বিয়ের আসর, মালাইকার পর এবার ভাইরাল মৌনি রায়, বিয়ে নিয়ে গুঞ্জণ তুঙ্গে

২০২০ সালে যাঁদের সাত পাকে বাধা পড়ার কথা ছিল সেই তালিকা থেকে অনেকেই বাদ পড়েছিলেন। যার মধ্যে একটি নাম হল আলিয়া-রণবীর। 

210

রাজকীয় বিয়ের উৎসব সাজিয়ে তুলতে অপেক্ষায় পলক গুণছিলেন সকলেই। এবার নতুন বছর পড়তে না পড়তে মুহূর্তে ভাইরাল হয়ে উঠছে একের পর এক বিয়ের সংবাদ।

310

মালাইকা অর্জুনের পর এবার ভাইরাল হয়ে উঠলেন মৌনি রায়। মাঝে মধ্যে তাঁর প্রেমিককে নিয়ে নানা খবর উঠে আসে বিটাউনে। 

410

দীর্ঘ দিন ধরে গোপনে প্রেম পর্ব চালাচ্ছেন মৌনি রায়। সিনে জগতে পা রাখার সময় থেকেই সম্পর্ক চলছে মৌনির। 

510

দীর্ঘ দিন ধরে গোপনে প্রেম পর্ব চালাচ্ছেন মৌনি রায়। সিনে জগতে পা রাখার সময় থেকেই সম্পর্ক চলছে মৌনির। 

610

তাঁর প্রেমিকের নাম সূরজ নাম্বিয়ারের। তাঁক সঙ্গে দেখা করার জন্যই মাঝে মধ্যে দুবাইতে পারি দিয়ে থাকেন মৌনি। 

710

গোপনে সেরেছেন বাগদান পর্বও। সোশ্যাল মিডিয়ায় নিজের আংটির ছবিও শেয়ার করে নিয়েছিলেন মৌনি। 

810

সূরজ নাম্বিয়ারের পরিবারের সঙ্গে দেখা করতে এখন মাঝে মধ্যেই পারি দিচ্ছেন মৌনি দুবাইতে। সেখানেই চলছে কথাবর্তা। এমনটাই জল্পনা তুঙ্গে বিটাউনের অন্দরমহলে। 

910

সব ঠিকঠাক চললে চলতি বছরই সাত পাকে বাধা পড়বেন এই জুটি। শুরু হয়েছে প্রস্তুতি, শীঘ্রই স্থির হবে বিয়ের দিন, এমনটাই জল্পনা। 

1010

যদিও এখনও পর্যন্ত বিয়ে নিয়ে মুখ খোলেননি মৌনি রায়। তাই সঠিক কবে বিয়ে, কোন পথে প্রস্তুতি তা এখনই স্পষ্ট জানা যাচ্ছে না।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos