বলিউডে একের পর এক বিয়ের আসর বসতে চলেছে ২০২১ সালে। ২০২০ সালে তেমন কোনও অনুষ্ঠান করা সম্ভবপর হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় দিনগুণছিলেন অনেকেই। এবার সেই দিকে নজর দিয়েই বিয়ের গুঞ্জণ তুঙ্গে উঠল টিনসেল টাউনে...
২০২০ সালে যাঁদের সাত পাকে বাধা পড়ার কথা ছিল সেই তালিকা থেকে অনেকেই বাদ পড়েছিলেন। যার মধ্যে একটি নাম হল আলিয়া-রণবীর।
210
রাজকীয় বিয়ের উৎসব সাজিয়ে তুলতে অপেক্ষায় পলক গুণছিলেন সকলেই। এবার নতুন বছর পড়তে না পড়তে মুহূর্তে ভাইরাল হয়ে উঠছে একের পর এক বিয়ের সংবাদ।
310
মালাইকা অর্জুনের পর এবার ভাইরাল হয়ে উঠলেন মৌনি রায়। মাঝে মধ্যে তাঁর প্রেমিককে নিয়ে নানা খবর উঠে আসে বিটাউনে।
410
দীর্ঘ দিন ধরে গোপনে প্রেম পর্ব চালাচ্ছেন মৌনি রায়। সিনে জগতে পা রাখার সময় থেকেই সম্পর্ক চলছে মৌনির।
510
দীর্ঘ দিন ধরে গোপনে প্রেম পর্ব চালাচ্ছেন মৌনি রায়। সিনে জগতে পা রাখার সময় থেকেই সম্পর্ক চলছে মৌনির।
610
তাঁর প্রেমিকের নাম সূরজ নাম্বিয়ারের। তাঁক সঙ্গে দেখা করার জন্যই মাঝে মধ্যে দুবাইতে পারি দিয়ে থাকেন মৌনি।
710
গোপনে সেরেছেন বাগদান পর্বও। সোশ্যাল মিডিয়ায় নিজের আংটির ছবিও শেয়ার করে নিয়েছিলেন মৌনি।
810
সূরজ নাম্বিয়ারের পরিবারের সঙ্গে দেখা করতে এখন মাঝে মধ্যেই পারি দিচ্ছেন মৌনি দুবাইতে। সেখানেই চলছে কথাবর্তা। এমনটাই জল্পনা তুঙ্গে বিটাউনের অন্দরমহলে।
910
সব ঠিকঠাক চললে চলতি বছরই সাত পাকে বাধা পড়বেন এই জুটি। শুরু হয়েছে প্রস্তুতি, শীঘ্রই স্থির হবে বিয়ের দিন, এমনটাই জল্পনা।
1010
যদিও এখনও পর্যন্ত বিয়ে নিয়ে মুখ খোলেননি মৌনি রায়। তাই সঠিক কবে বিয়ে, কোন পথে প্রস্তুতি তা এখনই স্পষ্ট জানা যাচ্ছে না।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।