দিওয়ালির উৎসবে সকলে যখন নিজের প্রিয়জনদের সঙ্গে আনন্দে মেতে উঠেছে ঠিক তখনই কাজের সূত্রে অন্য জায়গায় যেতে হয়েছে মৌনিকে। তবে এবার আর একা নন, স্বামীকে সঙ্গে নিয়েই গেছেন মৌনি রায়। তবে বিয়ের পর প্রথম দিওয়ালিতে নিজের ঘরে থাকতে পারলেন না, এটাই আফসোস মৌনির। তবে অভিনেত্রী জানিয়েছেন, ছুটির সফরেও তার মন্দ লাগছে না। ঘুরে বেড়াতে ভালই লাগছে। কারণ স্বামী তো সঙ্গেই রয়েছে।