অবশেষে চারহাত এক হল সূরজ ও মৌনির। বিয়ের পর্ব শেষ হতে না হতেই একের পর এক ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মৌনি ও সূরজকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা । মৌনি রায়কে নিয়ে উত্তেজনার শেষ নেই বলিউডে। বলিউডের এই গর্জিয়াস ডিভার সবটা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। বিয়ের পর থেকে মৌনি রায়কে নিয়ে মাতোয়ারা বি-টাউন তথা অনুরাগীরা। দীর্ঘদিনের বয়ফ্রেন্ড সূরজ নাম্বিয়ারের সঙ্গে মৌনি রায়ের বিয়ের পর থেকেই তাদের প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। হট হ্যাপেনিং কাপল এখন হানিমুনে, স্বামী সূরজের সঙ্গে কাশ্মীরে সময় কাটাচ্ছেন মৌনি রায়। কাশ্মীরে বরফের কোলে সৌন্দর্যের মধ্যে সূরজ ও মৌনি ধরা দিয়েছেন রোম্যান্টিক পোজে। হানিমুনের প্রতিটা ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।
দীর্ঘদিনের বয়ফ্রেন্ড সূরজ নাম্বিয়ারের সঙ্গে মৌনি রায়ের বিয়ের পর থেকেই তাদের প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। হট হ্যাপেনিং কাপল এখন হানিমুনে, স্বামী সূরজের সঙ্গে কাশ্মীরে সময় কাটাচ্ছেন মৌনি রায়। হানিমুনের প্রতিটা ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে (Mouni Roy- Suraj Nambiar Honeymoon )।
210
কাশ্মীরে বরফের কোলে সৌন্দর্যের মধ্যে সূরজ ও মৌনি ধরা দিয়েছেন রোম্যান্টিক পোজে। সূরজের সঙ্গে হানিমুনের প্রতিটা মুহূর্ত এনজয় করছেন মৌনি রায়। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় হানিমুনের রোম্যান্টিক ছবি শেয়ার করেছেন মৌনি রায় (Mouni Roy- Suraj Nambiar Honeymoon )।
310
মৌনির শেয়ার করে ছবিতে সূরজের সঙ্গে সিজলিং কেমিস্ট্রি ধরা পড়েছে। বরফে ঘেরা পাহাড়ের কোলো স্বামীর সঙ্গে রোম্যান্টিক পোজে ধরা দিয়েছেন বলি নায়িকা। প্রতিটি ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Mouni Roy- Suraj Nambiar Honeymoon ) ।
410
মৌনির হানিমুনের ছবি প্রকাশ্যে আসতেই ভালবাসা উজাড় করে দিয়েছেন ভক্তরা। বরফে ঢাকা পাহাড়, ঝর্ণা, নদী সমস্তটাই দেখা গিয়েছে। হানিমুনে গিয়ে রঙিন সময় কাটাচ্ছেন বলি পাড়ার তারকা-দম্পতি। কাশ্মীরের সৌন্দর্যের মধ্যে তাদের ভালবাসা যেন দ্বিগুণ বেড়েছে (Mouni Roy- Suraj Nambiar Honeymoon ) ।
510
হানিমুনে গিয়ে স্বামীর সঙ্গে আলিঙ্গনে মত্ত মৌনি রোম্যান্টিক পোজে নিজেকে উজাড় করে দিয়েছেন। তুষারাবৃত পাহাড়ের কোলে স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে নিজেকে মেলে ধরেছেন মৌনি রায়। ফ্যাশন স্টেটমেন্টেও নিজেকে প্রকৃতির কোলে উজাড় করে দিয়েছেন অভিনেত্রী (Mouni Roy- Suraj Nambiar Honeymoon )
610
বিয়ের পর দিনকয়েক আগেই প্রথমবার জনসম্মুখে ধরা দিয়েছিলেন বলি অভিনেত্রী মৌনি রায় ও সূরজ নাম্বিয়ার। লাল টুকটুকে বেনারসি শাড়িতে নববধূ মৌনি লেন্সবন্দি হয়েছিলেন মুম্বই বিমানবন্দরে, ট্র্যাডিশনাল পোশাকে নবদম্পতিকে দেখে ভালবাসা উজাড় করে দিয়েছিলেন ভক্তরা। এমনকী সকলের সামনে ফের প্রকাশ্যে মৌনিকে চুমুতে ভরিয়েছিলেন সূরজ। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল মৌনি ও সূরজের ছবি (Mouni Roy- Suraj Nambiar Honeymoon )।
710
দীর্ঘদিনের বয়ফ্রেন্ড সূরজ নাম্বিয়ারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মৌনি রায়। দুবাইয়ের ইনভেসমেন্ট ব্যাঙ্কার সূরজ নাম্বিয়ারের রিয়েল এস্টেটের ব্যবসা রয়েছে। মৌনির আদি শ্বশুরবাড়ি বেঙ্গালুরুতে তবে কাজের সূত্রে দুবাইতে থাকেন সূরজ। সূত্রের খবর ২০১৯ সাল থেকেই সম্পর্কে রয়েছেন মৌনি ও সূরজ (Mouni Roy- Suraj Nambiar Honeymoon ) ।
বিয়ের মন্ডপে যেন অনেক বেশি রোম্যান্টিক মুডে ধরা দিয়েছিলেন মৌনি রায়ের স্বামী সূরজ নাম্বিয়ার (Mouni Roy- Suraj Nambiar)। বিয়ের লাল লেহেঙ্গাতে মৌনির রূপ যেন ঠিকরে বেরোচ্ছে। আর তা দেখেই যেন নিজেকে সামলাতে পারেননি মৌনির স্বামী সূরজ। আর সেই কারণেই বারেবারে বউকে জাপটে ধরে চুমুতে ভরিয়ে দিয়েছেন সূরজ।
1010
মৌনি রায় স্বামী সূরজ নাম্বিয়ারের সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, শেষমেষ যাকে ভালবেসেছি তাকে পেয়েছি,আর বিয়েও করে ফেললাম। আপনাদের আশীর্বাদ ও ভালবাসা চাই। সূরজ ও মৌনির পক্ষ থেকেও অনেক অনেক ভালবাসা (Mouni Roy- Suraj Nambiar )। মৌনি ও সূরজকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।