প্রবীণ কুমার সোবতি (Praveen Kumar Sobti), সকলের কাছে তাঁর পরিচয় একজন অভিনেতা হলেও, তিনি এখানেই সীমাবদ্ধ ছিলেন না। বিভিন্ন ক্ষেত্রে তাঁর প্রতীভা সকলকে তাক লাগিয়েছিল। প্রথম পরিচয় পরিচিতির ক্ষেত্রে অভিনেতা হলেও তিনি একাধারে ছিলেন সীমান্ত সেনা, ছিলেন রাজনীতিবিদ, ছিলেন একজন অ্যালেটিকও (Athletic)।