মৌনির হানিমুনের ছবি প্রকাশ্যে আসতেই ভালবাসা উজাড় করে দিয়েছেন ভক্তরা। বরফে ঢাকা পাহাড়, ঝর্ণা, নদী সমস্তটাই দেখা গিয়েছে। হানিমুনে গিয়ে রঙিন সময় কাটাচ্ছেন বলি পাড়ার তারকা-দম্পতি। কাশ্মীরের সৌন্দর্যের মধ্যে তাদের ভালবাসা যেন দ্বিগুণ বেড়েছে (Mouni Roy- Suraj Nambiar Honeymoon ) ।