লাল লেহেঙ্গায়, মাথায় বড় মাঙ্গটিকা, গলায় ফুলের মালা,মাথায় বড় ওড়না পরে কনের সাজে দেখা গিয়েছে মৌনি রায়কে (Mouni Roy- Suraj Nambiar Wedding)। পান পাতায় মুখ ঢেকে বিয়ের পিঁড়িতে বসেছেন মৌনি রায়। নববধূর দেখে চোখ ফেরাতে পারছেন না কেউ। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ছবি ও ভিডিও।