মালায়লি নিয়মের পর বাঙালি রীতি মেনে গোধূলি লগ্নে বিয়ে সারলেন বঙ্গতনয়া মৌনি রায় (Mouni Roy- Suraj Nambiar Wedding) । পান পাতায় মুখ ঢেকে, মালাবাদল , সাত পাক ঘুরে সূরজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মৌনি রায়।
49
লাল লেহেঙ্গায়, মাথায় বড় মাঙ্গটিকা, গলায় ফুলের মালা,মাথায় বড় ওড়না পরে কনের সাজে দেখা গিয়েছে মৌনি রায়কে (Mouni Roy- Suraj Nambiar Wedding)। পান পাতায় মুখ ঢেকে বিয়ের পিঁড়িতে বসেছেন মৌনি রায়। নববধূর দেখে চোখ ফেরাতে পারছেন না কেউ। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ছবি ও ভিডিও।
59
সূরজকে পাঞ্জাবি-পাজামা, পাগড়ি পরে দেখা গেছে। তবে বাঙালি বিয়েতে ভিন্ন সাজে বিয়ের পিঁড়িতে বসলেন বর ও কনে। নববধূকে ভালবাসাকে উজাড় করে দিয়েছেন অনুরাগীরা (Mouni Roy- Suraj Nambiar Wedding)।
69
সকালে বিয়ের সাজেই লাল পাড়ের সাদা ট্র্যাডিশনাল কাঞ্জিভরম,সঙ্গে ভারী গয়না, মাথায় ফুলের মালা দিয়ে সেজেছিলেন মৌনিবরায়। অন্যদিকে ঘিয়ে রঙের পাঞ্জাবি ও ধুতি পরেছিলেন সূরজ। দক্ষিণী সাজেই বিয়ের দিন ধরা দিলেন বর ও কনে (Mouni Roy- Suraj Nambiar Wedding) ।
মৌনি ও সূরজের বিয়ের ছবি দেখে সকলেই মুগ্ধ হয়েছেন (Mouni Roy- Suraj Nambiar Wedding)। মালায়ালি নিয়ম মতোই সারা জীবনের বন্ধনে আবদ্ধ হলেন মৌনি ও সূরজ। বিয়ের সাজে মৌনিকে দেখে ভালবাসা উজাড় করে দিয়েছেন সমস্ত ভক্তরা।
99
বিয়ে সম্পন্ন হতেই স্বামী সূরজকে জড়িয়ে ধরেছেন মৌনি। বিয়ের পর নবদম্পতিতে আশীর্বাদ করেছেন পরিবারের সকলে (Mouni Roy- Suraj Nambiar Wedding) । দুই পরিবারের ঘনিষ্ঠ লোকজনদের নিয়েই বিয়ের পিঁড়িতে বসেছেন মৌনি রায় ও সূরজ নাম্বিয়ার।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।