সূত্রের খবর অনুযায়ী রাতের পর রাত চোখে নেই ঘুম, খাওয়া দাওয়া তেমন নেই বললেই চলে, শরীর ভাঙছে শেহনাজের, বেসামাল শেহনাজকে নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। পরিবারের সকলে ব তাঁকে দেখে শুনে রাখছে, সেটে ফেরার কোনও সম্ভবনাই নেই, পরিস্থিতি সামাল দিতে শেহনাজের আরও অনেকটা সময় লাগবে বলেই জানিয়েছিল তার পরিবার।