মৌনি ও সূরজের বিয়ের ছবি দেখে সকলেই মুগ্ধ হয়েছেন (Mouni Roy- Suraj Nambiar Wedding) । মালায়ালি নিয়ম মতোই সারা জীবনের বন্ধনে আবদ্ধ হলেন মৌনি ও সূরজ। বিয়ের সাজে মৌনিকে দেখে ভালবাসা উজাড় করে দিয়েছেন সমস্ত ভক্তরা।
610
বিয়ে সম্পন্ন হতেই স্বামী সূরজকে জড়িয়ে ধরেছেন মৌনি (Mouni Roy- Suraj Nambiar Wedding) । বিয়ের পর নবদম্পতিতে আশীর্বাদ করেছেন পরিবারের সকলে। দুই পরিবারের ঘনিষ্ঠ লোকজনদের নিয়েই বিয়ের পিঁড়িতে বসেছেন মৌনি রায় ও সূরজ নাম্বিয়ার।
710
ইতিমধ্যেই মৌনিকে সমস্ত অনুরাগীরা শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। গোয়াতেই বসেছে মৌনির বিবাহ বাসর। হলদি সেরেমনির পরও হবু বরকে বুকে জড়িয়ে কাছে টেনে নিয়েছিলেন মৌনি রায় (Mouni Roy- Suraj Nambiar Wedding) । এবার বিয়ে সম্পন্ন হতেই একে অপরকে জড়িয়ে ধরে ছবিতে পোজ দিলেন বলি নায়িকা । ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
810
বলিউডের গ্র্যান্ড ওয়েডিংয়ের পর মৌনির বিয়ে নিয়ে সরগরম টিনসেল টাউন (Mouni Roy- Suraj Nambiar Wedding)। পশ্চিমবঙ্গের কোচবিহারের মেয়ে মৌনি রায়ও বিয়ের পিঁড়িতে বসলেন নির্ধারিত দিনেই । বাঙালি কন্যা তথা বলি সেক্সিয়েস্ট মৌনি রায়ের গোয়া ওয়েডিংয়ের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
910
মৌনির (Mouni Roy- Suraj Nambiar Wedding) বিয়েতে উপস্থিত থাকতে চলেছেন করণ জোহর, একতা কাপুর, মণীশ মলহোত্রার মতো তারকারা। এছাড়াও ছোটপর্দার আরও বেশ কয়েকজন অভিনেতাকে আমন্ত্রণ জানাবেন মৌনি রায়।
1010
মুম্বইয়ে বড় করে গ্র্যান্ড রিসেপশন (Mouni Roy- Suraj Nambiar Wedding) পার্টি দেওয়ার কথা ছিল সূরজ ও মৌনির (Mouni Roy)। করোনা পরিস্থিতিতে এবার সেই পরিকল্পনা ও স্থগিত করা হয়েছে । জনাকয়েক ঘনিষ্ঠ লোকের উপস্থিতিতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মৌনি রায় ও সূরজ নাম্বিয়ার।