ভিডিও-তে দেখা যায় কালো সিলভার কালার গাউনে ঝলমন করছিলেন নায়িকা। রঙিন শার্ট ও কালো প্যান্ট পরে দেখা গিয়েছিল রণবীর সিংকে। তিনি মজা করে মৌনিকে বলেন, মৌনিজি দেশে তাপপ্রবাহ হচ্ছে, একটু তো লজ্জা করো। যদিও জিনিসগুলো বেশ গরম হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। রণবীর ক্যাপশনে লিখেছিলেন, বিশ্ব উষ্ণায়নের আসল কারণ মৌনি রায়।