মাদক চক্রে যোগের সূত্র, রিয়ার বাড়িতে হানা দিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো, চলছে তল্লাশি

সুশান্ত সিং রাজপুতের কেস এক কথায় তোলপাড় করছে বলিউড। মাদক সেবন থেকে স্বজন পোষণ, সবই ক্ষতিয়ে দেখছে তদন্তকারির দল। এমনই পরিস্থিতিতে রিয়ার সঙ্গে মাদক চক্রের যোগ নিয়ে শুরু জোর জল্পনা। একাধিক মাদক ডিলার চিনতেন রিয়া চক্রবর্তীকে। প্রকাশ্যে চ্যাট, এবার রিয়ার বাড়িতে তল্লাশির জন্য হাজির নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো... 

Jayita Chandra | Published : Sep 4, 2020 8:46 AM
18
মাদক চক্রে যোগের সূত্র, রিয়ার বাড়িতে হানা দিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো, চলছে তল্লাশি

সুশান্ত সিং রাজপুতের রহস্য মৃত্যুর তদন্তে নেমে একাধিক তথ্য ফাঁস। সবার আদগে যা নজর কাড়ল তা হল বলিউডের অন্দরমহলে মাদক। 

28

সেই চক্রের সঙ্গেই কি যোগ রয়েছে রিয়া চক্রবর্তীর। বিগত কয়েকদিনে এমনই প্রশ্ন ফিরে ফিরে আসছে নেট দুনিয়ায়। 

38

রিয়া চক্রবর্তীর ফোনে একাধিক চ্যাটের স্ক্রিনশর্ট ফাঁস। সেখানেই দেখা গিয়েছিল মাদক অডার করতে তাঁকে। 

48

এরপরই শুরু হয় জলঘোলা। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো উঠে পড়ে লাগে এর তদন্তে। 

58

প্রকাশ্যে আসে রিয়ার ভাই সৌভিকও ১০ হাজার টাকার মাদ কিনে ছিলেন। ইতি মধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে এই চক্রে। 

68

মাদক নিয়ে নিত্য আলোচনা হয়, এমনই বেশ কয়েকটি হোয়াটস অ্যাপ গ্রুপেও রয়েছেন রিয়া চক্রবর্তী। যা বিড়ে তোলে সন্দেহ। 

78

রিয়া জানিয়েছিলেন, তিনি মাদক সেবন করেন না, যা অনেকেরই দাবি ভুল তথ্য, এবার রিয়ার বাড়িতেই হানা দিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। 

88

রিয়ার বাড়িতে চলছে সার্চ। একাধিক দামী মাদক নিয়ে আলোচনা, তবে কি রায়ার বাড়িতে মজুতও থাকে মাদক! জানতে রিয়ার বাড়ি হাজির কেন্দ্রের সংস্থার টিম। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos