মা হচ্ছেন না নেহা, মিউজিক ভিডিওর জন্য Cheap Publicity সেলেব দম্পতির

Published : Dec 19, 2020, 12:06 PM ISTUpdated : Dec 19, 2020, 02:46 PM IST

সংবাদ শিরোনাম জুড়ে এখন একটাই নাম। নেহা কক্কর। বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে আসতেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। বিয়ের দু'মাসের মধ্যে মা হতে চলেছেন নেহা। বাবা হওয়ার খুশিতে নেহাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছেন রোহনপ্রীত সিং। নেহার পোস্ট করা ছবিতে শুভেচ্ছা জানায় একের পর এক তারকা। নেহার ভাই টোনি কক্করও লিখেছেন, "আমি মামা হয়ে যাব।" যদিও নেহা এবং রোহনপ্রীতের মধ্যে কেউই কোনও অফিসিয়াল স্টেটমেন্ট দেননি। শুভেচ্ছার পাশাপাশি শুরু হয়েছে বিতর্ক। 

PREV
18
মা হচ্ছেন না নেহা, মিউজিক ভিডিওর জন্য Cheap Publicity সেলেব দম্পতির

সবটাই আসলে প্রচারের অংশ ছিল। আসছে নেহা কক্করের নতুন গান 'খায়্যাল রাখেয়া কর।'

28

রোহনপ্রীত এবং নেহার নতুন মিউজিক ভিডিও তাঁদের সুখী দাম্পত্য জীবনকে কেন্দ্র করেই। 

38

নেহার এই প্রচারে রীতিমত ক্ষুব্ধ নেটিজেনরা। বেবি বাম্প নিয়ে সেই একই ছবি পোস্ট করে নিজের মিউজিক ভিডিওর কথা প্রকাশ্যে এনেছেন। 

48

যা দেখে ক্ষোভে ফেটে পড়ছে সাইবারবাসী। এই ধরণের চিপ পাব্লিসিটি কেন, প্রশ্ন নেটিজেনের। 

58

নেহার প্রেগনেন্সি নিয়ে রাতারাতি প্রতিবাদ, সমালোচনা, সমর্থন সবকিছুই শুরু হয়ে গিয়েছিল। 

68

কেউ কেউ বিয়ের দু'মাসের মধ্যেই প্রেগনেন্ট হওয়ার জন্য তাঁর সমালোচনা করছিল এক দল মানুষ। 

78

অন্যদিকে তাঁর সমর্থনেও এগিয়ে এসেছিল আরও এক দল। দুই দলে মিলে যাঁর জন্য এত লড়াই হল, তিনিই কিনা এসব নিজের মিউজিক ভিডিওর জন্য করলেন। 

88

তবে নেহাকে সম্পূর্ণরূপে দোষ দেওয়া যায় না। কারণ তিনি একবারের জন্যও অন্তঃসত্ত্বা হওয়ার কোনও খবর নিজে মুখে স্বীকার করেননি। অতয়েব তিনি সত্য এবং মিথ্যে কোনও বিষয়ই মুখে রা কাটেননি। 

click me!

Recommended Stories