এককামরা ভাড়ার ঘর থেকে সুপার ডিলাক্স বাংলো, নেহার পরিশ্রমের ফল, আজও অতীত চোখে আনে জল

কথায় বলে ভাগ্যে থাকলে কী না হয়! আর সঙ্গে যদি সঙ্গত দেয় কঠোর পরিশ্রম আর একাগ্রতা, তবে তা বলাই বাহুল্য। আর নেহা কক্করের ক্ষেত্রেও মিলল এবার সেই একই প্রমাণ। তিনিও প্রমাণ করলেন, লক্ষ্যে স্থির থাকলে ও ভাগ্য সহা. থাকলে যে কোনও স্বপ্নই পূরণ সম্ভব। 

Jayita Chandra | Published : Apr 20, 2021 11:08 AM
18
এককামরা ভাড়ার ঘর থেকে সুপার ডিলাক্স বাংলো, নেহার পরিশ্রমের ফল, আজও অতীত চোখে আনে জল

বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন নেহা কক্কর। তাঁর ভক্তের সংখ্যাও নেহাতই কম নয়। 

28

এমনই পরিস্থিতিতে অতীতের দিন আজও তাড়িয়ে নিয়ে বেড়ায় গায়িকাকে। জীবনের শুরুটা ঠিক এমন ছিল না। 

38

ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে কাটে ছোটবেলা। ঋষিকেষের এক কামরার ঘরে এক সময় ভাড়া থাকতেন তিনি। 

48

সেই ঘরে থাকত গোটা কক্কর পরিবার। ঘরের মধ্যে দুপুরে মা টেবিল পাততেন, সেখানেই হত খাওয়া দাওয়া তাঁদের ডাইনিং রুম। 

58

বর্তমানে সেই অঞ্চলেই নিজের বাংলো তৈরি করেছেন নেহা। ফলে আজও সেই অতীতের দিন তাঁর চোখে জল এনে দেয়। 

68

একই পোশাকে সেই বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি ও নিজের বাংলোর সামনে দাঁড়িয়ে ছবিটা দিয়ে নিজের সফরের স্পষ্ট ছবি তুলে ধরলেন নেহা। 

78

বর্তমানে সেই নয়া বাংলোতেই জুটিতে গানে মগ্ন অবসরে। সেই ছবিও তুলে ধরলেন নেহা। 

88

এখন তাঁর কাছে জীবনটা সম্পূর্ণ অন্যরকমের, যা এক সময় কস্পনাও করতে পারেননি তিনি। সবটাই নিজেরই করা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos