নেহার Pregnancy পাব্লিসিটি স্টান্ট, বিয়ের ছবিতে ফ্ল্যাট অ্যাবস, রাতারাতি বেবি বাম্প হল কীকরে

সংবাদ শিরোনাম জুড়ে এখন একটাই নাম। নেহা কক্কর। বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে আসতেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। বিয়ের দু'মাসের মধ্যে মা হতে চলেছেন নেহা। বাবা হওয়ার খুশিতে নেহাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছেন রোহনপ্রীত সিং। নেহার পোস্ট করা ছবিতে শুভেচ্ছা জানায় একের পর এক তারকা। নেহার ভাই টোনি কক্করও লিখেছেন, "আমি মামা হয়ে যাব।" যদিও নেহা এবং রোহনপ্রীতের মধ্যে কেউই কোনও অফিসিয়াল স্টেটমেন্ট দেননি। শুভেচ্ছার পাশাপাশি শুরু হয়েছে বিতর্ক। 

Adrika Das | Published : Dec 18, 2020 11:57 AM IST
18
নেহার Pregnancy পাব্লিসিটি স্টান্ট, বিয়ের ছবিতে ফ্ল্যাট অ্যাবস, রাতারাতি বেবি বাম্প হল কীকরে

বিয়ের দু'মাসের মধ্যে গর্ভাবতী হওয়ার প্রশ্নের চেয়েও নেটিজেনদের দাবি এটি একটি পাব্লিসিটি স্টান্ট। 

28

খবরে থাকার জন্যই নেহা এমন মিথ্যে অন্তঃসত্ত্বা হওয়ার অভিনয় করছেন। এই দাবি যুক্তিসহ পেশ করছে তারা। 

38

বিয়ের বন্ধনে তাঁরা আবদ্ধ হয়েছে অক্টোবর মাসে। সেই সময় লেহেঙ্গা, ক্রপ টপ, শ্রট ড্রেসে দেখা গিয়েছিল নেহাকে। 

48

সেই সময় কোনও বেবি বাম্প ধরা পড়েনি কোনও ছবিতে। বরং একেবারে ফ্ল্যাট অ্যাবস নিয়ে হানিমুনও করতে দেখা গিয়েছিল নেহাকে। 

58

এমনকি নভেম্বর মাসে নেহার যা যা ছবি, ভিডিও ভাইরাল হয়েছে তাতেও নেহা যে মা হতে চলেছেন তার কোনও প্রমাণ নেই। 

68

তবে কীকরে হঠাৎ ডিসেম্বর মাসেই ফুলে উঠল পেট, স্পষ্ট হয়ে গেল বেবি বাম্প। নেহার বেবি বাম্প দেখে অন্ত চার-পাঁচ মাসের গর্ভবতী মনে হচ্ছে তাঁকে। 

78

হঠাৎ এভাবে বেবি বাম্পের কারণ নাকি পাব্লিসিটি স্টান্ট। খবরে থাকার জন্য এমন মিথ্যে অন্তঃসত্ত্বা হাওয়ার নাটক করছেন নেহা।

88

তাদের আরও দাবি, হতে পারে, নেহা এবং রোহনের কোনও নতুন মিউজিক ভিডিও আসছে। সেই মিউজিক ভিডিওর গল্পের জন্য হয়তো এমন গর্ভবতী লুকে থাকতে হবে নেহাকে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos