অভিষেক বচ্চন- বচ্চন পরিবারে যেন করোনা আবহ চলেছিল। একের পর এক সদস্য কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। ঐশ্বর্য থেকে অমিতাভ, অভিষেক, ছোট্ট আরাধ্যা সকলেই রয়েছেন সেই তালিকায়। করোনায় আক্রান্ত হয়েছিলেন অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন। ১১ জুলাই সারা দেশ জুড়ে এই খবরে ঘুম উড়েছিল ভক্তদের।