সিএএ-এনআরসি বিরোধী বিক্ষোভে সামিল আলি, বয়কটের ডাক 'মিরজাপুর ২'-এ

'মির্জাপুর ২'-র ঘোষণা হতেই এখন তোলপাড় ভক্তমহল। বছর দুয়েকের দীর্ঘ অপেক্ষা। অবশেষে তার অবসান। মির্জাপুর সিরিজটি অন্যতম থ্রিলার সিরিজের মধ্যে একটি। যা নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ওয়েব সিরিজরটির প্রথম সিজন মুক্তি পাওয়ার পরও আজও দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। সেক্রেড গেমসের মতই এই থ্রিলার জনরাহটিকও অন্যতম সেরা সিরিজ বলেই ধরে নিয়েছে সকলে। এত উন্মাদনার মধ্যেও এই সিরিজটি নিয়ে উঠল বয়কটের রব। 

Adrika Das | Published : Aug 26, 2020 5:57 AM IST / Updated: Aug 26 2020, 11:51 AM IST
19
সিএএ-এনআরসি বিরোধী বিক্ষোভে সামিল আলি, বয়কটের ডাক 'মিরজাপুর ২'-এ

হঠাৎ বয়কট কেন। উঠছে প্রশ্ন। দেশের অন্যতম সেরা ওয়েব সিরিজটি কেন বয়কট করার কথা বলছে একাংশ নেটিজেন। 

29

ইতিমধ্যেই টুইটারে শুরু হয়েছে বয়কট মির্জাপুর ২-র হ্যাশট্যাগ ট্রেন্ড করা। চিত্রনাট্যে হিংসা, সেই নিয়েই কি তাহলে আপত্তি দর্শকমহলের।

39

না! বিষয়টি চিত্রনাট্য নিয়ে একেবারেই নয়। সিএএ (CAA) এবং এনআরসি (NRC) বিরোধী বিক্ষোভ নিয়েই বাঁধল গোল। 

49

২০১৯ সালে সিএএ (CAA) এবং এনআরসি (NRC) নিয়ে বিরোধিতা করেছিলেন বলিউডের একাধিক তারকা। 

59

সেই তালিকায় ছিলেন আলি ফজলও। মির্জাপুরে প্রধান চরিত্র গোবিন্দ 'গুড্ডু' পণ্ডিত হিসাবে অভিনয় করেছেন তিনি।

69

সিজেন টু-তেও থাকছেন আলি। সিএএ (CAA) এবং এনআরসি (NRC)-র বিরুদ্ধে নিজের আওয়াজ তোলায় এবার বিপাকে পড়লেন আলি। 

79

অসংখ্য টুইটারি আলি ফজলের গত বছরের টুইটের স্ক্রিনশট পোস্ট করে বয়কট মির্জাপুর ২ শুরু করে। 

89

বিজেপি সমর্থনরাও রয়েছেন এই তালিকায়। টুইটে তারা লেখে, "আলি ফজলের টুইটগুলো মাথায় রেখে মিরজাপুর ২ বয়কট করা উচিত।"

99

মির্জাপুর ২ সিরিজে আলি ফজলের পাশাপাশি দেখা যাবে, পঙ্কজ ত্রিপাঠি, দিব্যেন্দু, শ্বেতা ত্রিপাঠি শর্মা, রসিকা দুগল, হর্শিতা শেখর কৌর, বিক্রান্ত মেসে।

Share this Photo Gallery
click me!

Latest Videos