'মির্জাপুর ২'-র ঘোষণা হতেই এখন তোলপাড় ভক্তমহল। বছর দুয়েকের দীর্ঘ অপেক্ষা। অবশেষে তার অবসান। মির্জাপুর সিরিজটি অন্যতম থ্রিলার সিরিজের মধ্যে একটি। যা নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ওয়েব সিরিজরটির প্রথম সিজন মুক্তি পাওয়ার পরও আজও দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। সেক্রেড গেমসের মতই এই থ্রিলার জনরাহটিকও অন্যতম সেরা সিরিজ বলেই ধরে নিয়েছে সকলে। এত উন্মাদনার মধ্যেও এই সিরিজটি নিয়ে উঠল বয়কটের রব।