ভাড়া বাড়ি থেকে আলিশান বাংলো, দেখে নিন নেহার স্বপ্নের অন্দরমহল

নেহা কক্কর। দীর্ঘদিন ধরে যার বিয়ের খবরে সরগরম বলিউড। কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তার বিয়ের নিয়ে বেশ জল্পনা শুরু হয়েছিল। কিন্তু অবশেষে জল্পনার অবসান। আদিত্যর এই বিয়ের খবর নিজেই ফাঁস করেছেন নেহা কক্কর। তার জীবনের নানা গল্প নিয়ে সবসময় উত্তাল নেটদুনিয়া। সম্প্রতি ভাইরাল  হয়েছে নেহার একটি ছবি। যা  নিয়ে আপাতত শোরগোল শুরু হয়েছে নেটদুনিয়ায়।  প্রকাশ্যে এসেছে নেহার নতুন স্বপ্নের বাংলোর ছবি। নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন গায়িকা নিজেই। আর অন্যদিকে আগে যেই একতলা জীর্ণ বাড়িতে থাকতেন তারও ছবি পোস্ট করেছেন নেহা। তবে শুধু নতুন বাংলোর ছবিই নয়, আবেগঘন একটি পোস্টও করেছেন গায়িকা। যা এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দেখে নিন গায়িকা নেহার স্বপ্নের বাংলোর একঝলক।

Riya Das | Published : Mar 7, 2020 12:38 PM IST
110
ভাড়া বাড়ি থেকে আলিশান বাংলো, দেখে নিন নেহার স্বপ্নের অন্দরমহল
উত্তরাখন্ডের ঋষিকেশে নতুন বাংলো কিছেন গায়িকা নেহা কক্কর। সম্পরতি নিজের ইনস্টাগ্রামে সেই আলিশান বাংলোর ছবি শেয়ার করেছেন নেহা নিজেই।পুরোনো ও নতুন বাড়ির ছবি পোস্ট করে আবেগতাড়িত হয়ে পড়েছেন অভিনেত্রী।
210
পুরোনো আগের যে একতলা জীর্ণ বাড়িতে থাকতেন, তার ছবি পোস্ট করেছেন নেহা।
310
আর অন্যদিকে ঝাঁ চকচকে স্বপ্নের বাংলো, সামনে বাগান, গাড়ি দামির সামনে ছবি পোস্ট গায়িকার।
410
নিজের শহর, যেখানে ছোট থেকে জন্মেছেন সেই শহরেই নিজের এমন একটি প্রাসাদ গড়তে পেরে আনন্দিত নেহা।
510
নতুন-পুরোনা বাংলোর ছবি পোস্ট করে নেহা বলেছেন নিজের ছোটবেলার কথা।
610
এই শহরেই জন্মেছেন। একসময় এই শহরেরে ভাড়া বাড়ির একটা ঘরের মধ্যে কেটেছে তার ছোটবেলা।
710
মা রান্না করতে আর তার সামনে পাতা থাকত একটি টেবিল। একটি ঘরেই থাকত সকলে মিলে। এমনকী সেটা নিজেদেরও ছিল না। ভাড়ার বিনিময়ে থাকত নেহা ও তার পরিবার। আর সেখান থেকে চোখ সরিয়ে জানদিকের ঝাঁ চকচকে বাড়িটি এখন তাদের।
810
নিজের জীবনের কঠিল লড়াইয়ের কথা সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন নেহা। আন্তর্জাতিক নারী দিবসের আগের দিন যেন সকল নারীকে জীবনে এগিয়ে চলার অনুপ্রেরণা দিলেন নেহা।
910
যদিও কাজের সূত্রে নেহা ও তার ভাই টনি মুম্বইয়ের ভারসোভাতে একটি বাংলোতে থাকেন।
1010
নিজের মিউজিক অ্যালবামের পাশাপাশি বলিউডে একাধিক ছবিতেও গান গেয়েছেন নেহা।
Share this Photo Gallery
click me!

Latest Videos