বলিউড কাপলদের মধ্যে সর্বদাই নজর কাড়েন রণবীর কাপুর ও আলিয়া ভাট। রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে ইতিমধ্যেই সরগরম সোশ্যাল মিডিয়া। বলিউডের অন্দরমহলে কান পাতলেই রণবীর-আলিয়ার বিয়ের কথা শোনা যাচ্ছে। কিছুদিন আগেই গোপনে রাজস্থানের যোধপুরে হাজির হয়েছিলেন এই তারকা জুটি, নেটিজেনরা মনে করছিলেন গোপনে বাগদান সারতেই কি যোধপুর উড়ে গেছেন এই জুটি, আসলে একান্তে সময় কাটাতে মাঝেমধ্যেই মু্ম্বই থেকে দূরে চলে যান রালিয়া জুটি। ফেরে নিউ ইয়ারের আগেই রণবীর কাপুর ও আলিয়া ভাটকে মুম্বই বিমানবন্দরে দেখা গেছে। তবে কোথায় নিউ ইয়ার সেলিব্রেশন যাচ্ছেন তারকা জুটি, তা এখনও জানা যায়নি।