বর্তমানে নিজের চেয়ে বয়সে ১০ বছরের ছোট হলিউড পপ তারকা নিক জোনাসকে (Nick Jonas) বিয়ে করে লস অ্যাঞ্জেলসে দিব্যি সংসার করছেন বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) । কিন্তু আচমকাই যেন ছন্দপতন নেমে এল প্রিয়ঙ্কার জীবনে। ইনস্টাগ্রামে নিজের নামের পাশ থেকে নিকের পদবী সরাতেই বিবাহ বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় হয়ে নেটদুনিয়া।
310
বিবাহ বিচ্ছেদের জল্পনার মধ্যেই এবার চরম ঘনিষ্ঠ হলেন নিক-প্রিয়ঙ্কা (Priyanka Chopra)। 'থ্যাঙ্কস গিভিং ডে'-তে (Thanksgiving Day )প্রিয়ঙ্কার সঙ্গে অন্তরঙ্গ ছবি পোস্ট করে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন নিক (Nick Jonas), পাশাপাশি বিচ্ছেদের খবরটা যে কতটা ভুল তাও বুঝিয়ে দিয়েছেন মার্কিন পপ তারকা।
410
সম্প্রতি 'থ্যাঙ্কস গিভিং ডে'- তে (Thanksgiving Day ) সকলকে শুভেচ্ছা জানিয়েছেন ন্যাশন্যাল জিজু নিক জোনাস (Nick Jonas)। এবং সেখানেই স্ত্রী প্রিয়ঙ্কার (Priyanka Chopra) সঙ্গে চরম অন্তরঙ্গ মুহূর্তের একটি ছবি শেয়ার করেই পুরো বিষয়টি যেন স্পষ্ট করে দিয়েছেন।
510
নিকের (Nick Jonas) পোস্ট করা ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, স্বামীকে পিছন থেকে জড়িয় রয়েছে প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন তারা। ছবি দেখে বোঝাই যাচ্ছে চুমু খাওয়ার ঠিক আগের মুহূর্তটাই ক্যামেরাবন্দি করা হয়েছে।
610
হাঁটু পর্যন্ত ব্রাউন রঙের একটি ড্রেস পরেছেন প্রিয়ঙ্কা (Priyanka Chopra) । এবং নিক জোনাস (Nick Jonas) কালো প্যান্ট ও লেদারের জ্যাকেট পড়েছেন। ঘনিষ্ঠ মুহূর্তে স্ত্রী প্রিয়ঙ্কার সঙ্গে এই ছবি ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি। নিক-প্রিয়ঙ্কার এই ছবি নেটদুনিয়ার হটকেক।
710
প্রিয়ঙ্কার (Priyanka Chopra) সঙ্গে আদুরে ছবি শেয়ার করে নিক (Nick Jonas) ক্যাপশনে লিখেছেন, 'হ্যাপি থ্যাঙ্কস এভরিওয়ান। প্রিয়ঙ্কা তোমার উপর আমি চিরকৃতজ্ঞ'। সোফায় বসে চরম আদরে মজেছেন নিক-প্রিয়ঙ্কা।
ঘনিষ্ঠ মুহূর্তে (Nick Jonas) নিক-প্রিয়ঙ্কাকে (Priyanka Chopra)দেখে একজন কমেন্ট লিখেছেন, 'নিক একদম ঠিক সময়ে ঠিক ছবি দিয়ে সমস্ত গুজব উড়িয়ে দিয়েছে। নিক তুমি বুঝিয়ে দিলে তোমার আর প্রিয়ঙ্কার মধ্যে সবকিছু ঠিকঠাক আছে। তুমি আর প্রিয়ঙ্কা এভাবেই ভাল থেকো'।
1010
৪০ -এর কোটায় পা দেবেন প্রিয়ঙ্কা (Priyanka Chopra), দীর্ঘদিন ধরেই মা হওয়ার গুঞ্জনে তোলপাড় সোশ্যাল মিডিয়া। কবে মা হবেন দেশি গার্ল। এর মধ্যেই 'জোনাস ব্রাদার্স ফ্যামিলি রোস্ট' অনুষ্ঠানে উঠে এল প্রিয়ঙ্কার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, তবে কি সত্যিই মা হতে চলেছেন প্রিয়ঙ্কা চোপড়া, জল্পনা তুঙ্গে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।