প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পরিবার চাইলেই সিবিআই তদন্তের জন্য আবেদন করা যেতে পারে। এমনই বক্তব্য দিন কতক আগে রেখেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। ৪ অগস্ট সকালে তিনি সিবিআই তদন্তের সুপারিশ করেছেন। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, পুলিশের কাজ সঠিকভাবেই এগোচ্ছে। এবার সুশান্ত-মৃত্যুর ভার তুলে দিতে হবে সিবিআইয়ের হাতে। তাঁর কথায় সেই কাজও নাকি শুরু হয়ে গিয়েছে। জরুরি কাগজ এবং নথি খতিয়ে দেখা হচ্ছে। এই খবরে উদযাপন শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই রেশ কাটতকে না কাটতেই রিয়া চক্রবর্তীর তরফ থেকে এল আইনি বক্তব্য।